• দত্তপুকুরের বেহাল খেলার মাঠ সংস্কারে উদ্যোগী তৃণমূল সাংসদ
    বর্তমান | ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: দীর্ঘদিন ধরে দত্তপুকুরের একটি খেলার মাঠ বেহাল অবস্থাতে পড়েছিল। সেই মাঠটি সংস্কারের উদ্যোগ নিলেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। ইতিমধ্যেই প্রশাসনের উদ্যোগে প্রাথমিক কাজ শুরু হয়ে গিয়েছে।


    ২০২৪ সালে বারাকপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হন পার্থ ভৌমিক। তাঁর লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে বারাসত ১ ব্লকের দত্তপুকুর। এলাকাটি আবার আমডাঙা বিধানসভার অন্তর্গত। সেখানে দত্তপুকুর ১ ও কাশেমপুর পঞ্চায়েতের মধ্যবর্তী নিবাধুই হাই স্কুলের মাঠ জরাজীর্ণ অবস্থাতে পড়েছিল। রাতে অসাধু কারবারিদের আনাগোনা বাড়ত মাঠে। ভোটপ্রচারে এসে মাঠটিকে সংস্কার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন পার্থবাবু। ভোটে জেতার পরেই প্রতিশ্রুতি মতো এই কাজে হাত দিলেন তিনি।


    গত সপ্তাহে বারাসত ১ ব্লকে সাংসদের উপস্থিতিতে একটি বৈঠক হয়। উপস্থিত ছিলেন বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধিরা। সেই বৈঠকে দত্তপুকুরের নিবাধুই হাই স্কুল মাঠ  সংস্কার কথা উল্লেখ করেন স্থানীয় জনপ্রতিনিধিরা। এরপরেই সাংসদ বারাসত ১-এর বিডিও রাজীব দত্তচৌধুরীকে এনিয়ে দ্রুত পদক্ষেপ করার কথা বলেন। সেই মতো মাঠটি পরিদর্শন করেছেন বিডিও সহ অন্য দপ্তরের আধিকারিকরা। ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি অরিন্দম মুখোপাধ্যায়, মান্তু সাহা, অমল বিষ্ণুরা।


    প্রাথমিকভাবে মাঠের চারিপাশ পরিষ্কার করার পাশাপাশি শুরু হয়েছে মাটি ফেলার কাজ। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ডিপিআর তৈরির কাজ চলছে। এনিয়ে অরিন্দম মুখোপাধ্যায়, মান্তু সাহারা বলেন প্রায় সাত বিঘা এই খেলার মাঠ একটা সময় ছিল গর্বের। বড় বড় টুর্নামেন্ট হয়েছে এখানে। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে তা নষ্ট হয়ে গিয়েছে। সাংসদ ভোট প্রচারে এসে মাঠ সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই কথা মতো কাজও শুরু হয়েছে। আশা করছি এই মাঠ আগামীতে স্টেডিয়াম হবে। কেননা, সাংসদের পাশাপাশি জেলা পরিষদ ও বিধায়কের উন্নয়ন তহবিল থেকেও টাকা পাওয়া যাবে।
  • Link to this news (বর্তমান)