• গলায় ছুরি ধরে প্রবীণ দম্পতির সর্বস্ব লুট,   গভীর রাতে হানা দমদমের বাড়িতে, নেপথ্যে ভাড়াটে?
    বর্তমান | ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: মধ্যরাতে দমদম ক্যান্টনমেন্টের বাড়িতে হানা। পক্ষাঘাতে শয্যাশায়ী বৃদ্ধের সামনে তাঁর স্ত্রীকে গলায় ছুরি ঠেকিয়ে সর্বস্ব লুট করল দুষ্কৃতীরা। আওয়াজ করলে খতম করার হুমকি দেওয়ার মাঝেই আলমারির লকার ভেঙে সোনা ও নগদ টাকা লুটের  পাশাপাশি বৃদ্ধার গায়ের গয়নাও খুলে নিয়ে যায় তারা। দমদম ক্যান্টনমেন্টের নলতা স্কুল রোডের এই ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। ডাকাতির ঘটনায় এক ভাড়াটেকে আটক করে জিঙ্গাসাবাদ করছে পুলিস। বাড়িতে লাগানো সিসি ক্যামেরায় ছয় দুষ্কৃতীকে দেখা গিয়েছে। পুলিস তাদের চিহ্নিত করার চেষ্টা করছে। 


    পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দমদম পুরসভার সাত নম্বর ওয়ার্ডের নলতা স্কুল রোডের বাসিন্দা শঙ্করকুমার মজুমদার (৮৩)। পক্ষাঘাতে আক্রান্ত হয়ে বছর পাঁচেক ধরে তিনি শয্যাশায়ী। বৃদ্ধা পুতুল মজুমদার (৭৫) স্বামীকে নিয়ে একা ওই বাড়িতে থাকেন। পুজোআচ্চা নিয়ে ব্যস্ত থাকেন তিনি। ছেলে দেবাশিস চাকরি সূত্রে মহারাষ্ট্রের পুনেতে থাকেন। দোতলা ওই বাড়িতে মোট চারজন ভাড়াটে থাকেন। রবিবার রাতে এক ভাড়াটে বাড়িতে ছিল না। দুষ্কৃতীরা সেই ভাড়াটের ঘরের জানালার গ্রিল কেটে ভোর রাতে ঢোকে। ওইসময় দোতলায় থাকা পুতুলদেবী ঘুম থেকে উঠেছিলেন। তিন দুষ্কৃতী মুহূর্তে তাঁর মুখ চাপা দিয়ে গলায় ধারালো ছুরি ধরে। উনি কথা বলার চেষ্টা করলে মাথায় ছুরির বাট দিয়ে মারে। পরিষ্কার বাংলায় তারা বলে, ‘মুখ থেকে আওয়াজ বের হলে গলা কেটে খুন করব।’ আলমারির চাবি কেড়ে নেয় তারা। লকার ভেঙে নগদ প্রায় ২৫ হাজার টাকা ও অন্যান্য সোনার গয়না লুট করে। চম্পট দেওয়ার আগে বৃদ্ধার গলার সোনার চেন, কানের দুল, হাতের বালা খুলে নিয়ে যায় তারা। তবে, ওই রাতে বাড়িতে অন্যান্য ভাড়াটেরা থাকলেও, দুষ্কৃতী হানা সম্পর্কে তারা কেন কিছুই জানতে পারল না, তা নিয়ে রহস্য বেড়েছে। দমদম থানার পুলিস জানিয়েছে, ভোর চারটে নাগাদ বাড়িতে ঢোকা দুষ্কৃতীরা প্রায় ১৫ মিনিট ওই ঘরে ছিল। দ্রুত অপারেশন শেষ করে তারা চম্পট দেয়। সিসি ক্যামেরায় মোট ছ'জন যুবককে দেখা গিয়েছে। তাদের মধ্যে ঘরে ঢোকা তিন জনের মাথায় হেলমেট পরা ছিল। প্রাথমিক তদন্তে পুলিস জেনেছে, দুষ্কৃতীরা একটি বাইক ও স্কুটি নিয়ে এসেছিল। অবাধে লুটপাট চালিয়ে তারা সহজেই চম্পট দেয়। 


    এই ঘটনার পর তীব্র আতঙ্কে রয়েছেন পুতুলদেবী। তিনি বলেন, ওরা গলায় ছুরি ধরেছিল। বলছিল, মুখ থেকে আওয়াজ বের হলে খুন করবে। ওদের কথায় আলমারির চাবি দিই। লকারের চাবি দিইনি। ওরা লকার ভেঙে সমস্ত কিছু নেওয়ার পর আমার গায়ের গয়নাও খুলে নেয়। কারা এমন করল কিছুই বুঝতে পারছি না। স্থানীয় কাউন্সিলার রবিন বেরিয়া বলেন, বৃদ্ধা সহজ সরল ছিলেন। আমরাও এই ঘটনায় হতবাক। পুলিস ভাড়াটেদের জিঙ্গাসাবাদ করছে।
  • Link to this news (বর্তমান)