• বেআইনি নির্মাণের  পঞ্চম তল ভাঙার  নির্দেশ হাইকোর্টের
    বর্তমান | ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা ও বিধাননগরের পর এবার পুরুলিয়ায় একটি বেআইনি নির্মাণের পঞ্চম তল ভাঙার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ ওই নির্দেশ দিয়েছে। অভিযোগ, রাধাকৃষ্ণ অ্যাপার্টমেন্ট নামে ওই নির্মাণটির চারতলা পর্যন্ত তৈরির অনুমতি থাকলেও পঞ্চম তল তৈরি করা হয়। মামলাকারীর অভিযোগ, বিষয়টি নিয়ে পুরসভায় লিখিত অভিযোগ জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তার জেরে হাইকোর্টে মামলা হয়। শুনানি চলাকালীন এদিন মামলাকারীর আইনজীবী স্পষ্ট জানান, ১২ ফুটের রাস্তায় জি প্লাস ফাইভ বিল্ডিং বানানো বেআইনি। তাছাড়া এক্ষেত্রে অনুমতিও ছিল না। যদিও রাজ্যের তরফ থেকে জানানো হয়, রাস্তার মাপ ১৪ ফুটের কাছাকাছি। সব পক্ষের বক্তব্য শোনার পর আদালতের পর্যবেক্ষণ, চারতলা অ্যাপার্টমেন্ট। সেখানে আলাদা ভাবে পঞ্চম তলার নির্মাণ বেআইনি। এরপরই ১৫ দিনের মধ্যে ওই বেআইনি অংশের বাসিন্দাদের ডেকে শুনানি করে যত দ্রুত সম্ভব তা ভাঙার নির্দেশ দেয় বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চ।
  • Link to this news (বর্তমান)