• পরিষদীয় রীতি ভঙ্গের অভিযোগ, সাসপেন্ড বিরোধী দলনেতা সহ চার বিজেপি বিধায়ক
    বর্তমান | ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভার অধিবেশন চলাকালীন সভার মধ্যে পরিষদীয় রীতিনীতি লঙ্ঘন করে বিক্ষোভ দেখানোর  জন্য ৩০ দিনের জন্য সাসপেন্ড হলেন বিরোধী দলনেতা সহ বিজেপির চার বিধায়ক। সোমবার বিধানসভায় কয়েকজন বিজেপি বিধায়ক রাজ্যের  কিছু  শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো করাতে বাধা দেওয়া হয়েছে, এই অভিযোগে মুলতুবি প্রস্তাব আনেন। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় প্রস্তাবটি নিয়ে বিস্তারিত আলোচনার দাবি না মানলেও, প্রস্তাবের  মূল বক্তব্য সভায় পড়ার অনুমতি দেন। সেইমতো বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল তা  পাঠ করেন। এরপরই বিজেপি বিধায়করা আসন ছেড়ে উঠে এসে  বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিরোধী দলনেতাকে স্পিকারের আসনের দিকে এগিয়ে আসার সময় বিধানসভার কাগজপত্র ছিঁড়ে ওড়াতে দেখা যায়। বিজেপির কয়েকজন বিধায়কও একইভাবে কাগজপত্র ছিঁড়ে ওড়াতে থাকেন। পাশাপাশি স্লোগান  চলতে থাকে। স্পিকার বিজেপি বিধায়কদের সতর্ক করলেও, তাঁরা থামেননি।


    কিছু সময় ধরে বিক্ষোভ দেখিয়ে বিজেপি বিধায়করা ওয়াক আউট করে বেরিয়ে যান। এরপর সরকারের মুখ্য সচেতক নির্মল ঘোষ বিজেপি বিধায়কদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তাব আনেন। স্পিকার এরপর বিরোধী দলনেতা ছাড়াও অগ্নিমিত্রা পাল, বঙ্কিম ঘোষ ও বিশ্বনাথ কারককে  এক মাস বা চলতি বাজেট অধিবেশনের শেষ দিন পর্যন্ত সাসপেন্ড করার রুলিং দেন। . পরে স্পিকার নিজের ঘরে সাংবাদিকদের বলেন, বিজেপি বিধায়কদের আচরণ নিন্দনীয়।  প্রসঙ্গত, বাজেট অধিবেশনের প্রথমার্ধ আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। দ্বিতীয় দফার অধিবেশন ১০ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত চলার কথা।


    আজ, মঙ্গলবার বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর বিতর্কের জবাবি ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়। বিজেপি পরিষদীয় দল সিদ্ধান্ত নিয়েছে সাসপেনশনের প্রতিবাদে তাঁদের বিধায়করা মুখ্যমন্ত্রী উপস্থিত থাকার সময় অধিবেশন বয়কট করবেন। আজ অধিবেশন চলার সময় বিধানসভার গেটের বাইরে অবস্থান করে বক্তব্য রাখবেন বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়করা। বিজেপির দাবি, পরিষদীয় ব্যবস্থার মধ্যে থেকে বিক্ষোভ দেখানো সত্ত্বেও  অন্যায়ভাবে  তাঁদের সাসপেন্ড করা হয়েছে। প্রসঙ্গত, এর আগেও বিধানসভায় রীতি লঙ্ঘন করে বিক্ষোভ দেখানোর জন্য বিরোধী দলনেতা তিন দফায়  সাসপেন্ড হয়েছেন।
  • Link to this news (বর্তমান)