নিজস্ব প্রতিনিধি, বারাসত: দলীয় কার্যালয় সংস্কারের নাম করে কেনা হয়েছিল মার্বেল, টাইলস। পদস্থ বিজেপি নেতার কথায় বিশ্বাস করে মোটা অঙ্কের টাকা ধার রাখতে সম্মত হয়েছিলেন ইমারতি সামগ্রীর ব্যবসায়ী সুমিত গোলদার। এখন তিনি পড়েছেন ফাঁপরে। পাওনা টাকা আদায়ের চেষ্টা করে একাধিকবার ব্যর্থ হয়েছেন। অন্য কোনও উপায় না পেয়ে ওই নেতার বিরুদ্ধে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দ্বারস্থ হয়েছেন ব্যবসায়ী। অভিযুক্ত কোনও মণ্ডল সভাপতি বা পঞ্চায়েত এলাকার উঠতি বিজেপি নেতা নন, তিনি দলের বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ। খোদ জেলা সভপিতির বিরুদ্ধে এমন অভিযোগে শোরগোল শুরু হয়েছে গেরুয়া শিবিরে। রাজনৈতিক মহলে শুরু হয়েছে হরেক জল্পনা। তবে তাপসবাবুর বিরুদ্ধে অভিযোগের এখানেই শেষ নয়! বিজেপি রাজ্য সভাপতিকে লেখা চিঠিতে ওই ব্যবসায়ী লিখেছেন, ‘টাকা আদায় করতে গিয়ে জানতে পারি, পার্টি অফিস নয়, উনি ব্যক্তিগত প্রোমোটারির কাজের জন্য বাকিতে মালপত্র নিয়েছেন।’