• সল্টলেকের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ব্যক্তির, আসেন মন্ত্রী
    হিন্দুস্তান টাইমস | ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  • কদিন আগেই নারকেলডাঙায় ঝুপড়িতে আগুন লেগেছিল। আর সেটার রেশ কাটতে না কাটতেই এবার আবার খাস কলকাতা ঘটল একই ধরনের অগ্নিকাণ্ড। তার জেরে ভস্মীভূত হল গোটা বাড়ি। সিগারেটের ফুলকি থেকে সারা ঘরে ছড়িয়ে পড়ে আগুন বলে জানা যাচ্ছে। আর সেই আগুনে পুড়ে মৃত্যু হল একজন ব্যক্তির। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে সোমবার রাতে সল্টলেকের ডিএ ব্লকে। দোতলা বাড়ির একাংশ পুড়ে যায়। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে ছুটে যায় দমকলের তিনটি ইঞ্জিন। এই ঘটনায় তুমুল আলোড়ন ছড়িয়ে পড়েছে এলাকায়।

    এদিকে আগুনের ওই লেলিহান শিখায় পড়ে যায় বাড়ির কর্তা দেবর্ষি গাঙ্গুলি ‌। মৃত্যু হয়েছে তাঁর। মঙ্গলবার সকালে এই খবর সামনে আসে। দমকলের প্রাথমিক অনুমান, সিগারেটের ফুলকি থেকেই ঘরের অন্দরে আগুন লেগে যায়। আর তাতেই সব ভস্মীভূত হয়ে গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছে যান দমকলমন্ত্রী সুজিত বসু। এই অগ্নিকাণ্ডের সময় বাড়ির কর্তা দেবর্ষিবাবু বাড়ির তিনতলায় ছিলেন। তাঁর স্ত্রী, কন্যা এবং মা দোতলার ঘরে ছিলেন। রাত সওয়া ১০টা নাগাদ সম্ভবত সিগারেটের ফুলকি থেকেই হঠাৎ তিনতলার ঘরে আগুন লেগে যায়। এই আগুনের তাপে দমবন্ধ হয়ে ঘটনাস্থলেই গৃহকর্তার মৃত্যু হয়। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।


    অন্যদিকে পরিবারের সদস্যরা পুলিশকে জানান, এই ঘটনার সময় স্ত্রী দোতলার ঘরে মেয়েকে খাওয়াতে ব্যস্ত ছিলেন। হঠাৎ একটি শব্দ পেয়ে তিনি তিনতলায় উঠে দেখেন ঘরের ভিতর দাউদাউ করে আগুন জ্বলছে। তখন তিনি চিৎকার করে লোকজন জড়ো করেন। ওই বাড়ির পাশেই প্রতিবেশী চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায়ের বাড়ি। বাড়ির একতলায় একটি টায়ারের দোকানও আছে। তবে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে শুধুমাত্র তিনতলার ঘর। খবর দেওয়ার অনেক পরে দমকল আসে বলে অভিযোগ করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন খোদ দমকলমন্ত্রী সুজিত বসু।

    এই বিষয়ে দমকলমন্ত্রী সুজিত বোস জানান, দমকল প্রথমে খবর পেয়েছিল যে বিএ ব্লকে আগুন লেগেছে। তাই জায়গাটা খুঁজে পেতে দেরি হয়েছে। দমকলমন্ত্রী বাড়ির লোকজনের সঙ্গে কথা বলেছেন। ঠিকানা নিয়ে বিভ্রান্তির জেরেই অকুস্থলে আসতে দেরি হয় তাদের বলে জানিয়েছেন সুজিত বসু। অগ্নিদ্বগ্ধ বাড়ি থেকে উদ্ধার হয়েছে আগুনে পুড়ে যাওয়া কঙ্কালসার দেবর্ষিবাবুর মৃতদেহটি। গোটা ঘটনার তদন্ত করতে এলাকায় পৌঁছেছে উত্তর বিধাননগর থানার পুলিশ। আজ মঙ্গলবার আবার নমুনা সংগ্রহে ঘটনাস্থলে আসবে ফরেনসিক টিমও।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)