বিক্রম দাস: শহরের কোণায় কোণায় ঘটে যাচ্ছে একের পর এক দুঃসাহসিক লুঠের ঘটনা। আর প্রত্যেক ক্ষেত্রেই টার্গেট প্রবীণরা! সেন্ট্রাল অ্যাভিনিউ, দমদমের পর রিজেন্ট পার্কে ঘটে গেল ভয়াবহ দুঃসাহসিক লুঠের ঘটনা, তাও আবার পুলিসের নাকের ডগায়!
আবারও শহরে টার্গেট একাকী মহিলা, সেন্ট্রাল অ্যাভিনিউ, দমদমের পর টালিগঞ্জের ম্যুর অ্যভিনিউ। গৃহিনীকে হাত বেঁধে অচৈতন্য করে ডাকাতির ঘটনা সোনা নিয়ে সর্বস্ব লুঠ দুষ্কৃতিদের। বড়তলার পর দমদমে ফের টার্গেট বৃদ্ধা। বৃদ্ধার হাত বেঁধে চুরি দেখিয়ে লুঠ করে নিয়ে যায় তারা। একেবারে ফিল্মি কায়দায় রিজেন্ট পার্ক থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে হল এমন দুঃসাহসিক লুঠ! ঘটনায় তাজ্জব এলাকার বাসিন্দারা। সিসিটিভিতে মোড়া রিজেন্ট পার্কে এইরকম ভয়াবহ ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনায় ফের প্রশ্নে শহরের নিরাপত্তা।
সূত্রের খবর, ফ্ল্যাটে আগে থেকেই লুকিয়ে বসে ছিল ২ দুষ্কৃতী! তারাই গৃহকর্ত্রীর উপর হামলা চালায় বলে জানা যাচ্ছে। তিনি বাড়ি ছিলেন না, বাড়ি ফিরতেই তার উপর হামলা চালায় দুষ্কৃতীরা। জানা যাচ্ছে তাঁকে পিছন থেকে ধাক্কা মেরে ফেলে দেয় দুষ্কৃতীরা। বৃদ্ধা চিৎকার করলে তাঁর মুখ বেঁধে দেওয়া হয় বলে অভিযোগ। গলায় ছুরি ঠেকিয়ে তারা দেদার লুঠ চালায়। লুঠপাট চালাবার পর প্রৌঢ়াকে মেরে সোনার গয়না, নগদ টাকা নিয়ে চম্পট দেয় তারা।
প্রৌঢ়া ছেলের বিয়ের জন্য বাড়িতে সোনার গয়না এনে রেখেছিলেন বলে জানান তিনি। পুলিসের সন্দেহ এই ঘটনার নেপথ্যে কোনও পরিচিত কেউই আছেন, নহলে কীভাবেই বা দুষ্কৃতীরা জানবে বাড়িতে এত গয়না রাখা হয়েছে! এই সন্দেহ উড়িয়ে দিচ্ছে না রিজেন্ট পার্কের এই পরিবারের লোকেরাও। রিজেন্ট পার্ক থানার নাকের ডগায় এমন দুঃসাহসিক লুঠের ঘটনায় ফের প্রশ্নের মুখে শহরের নিরাপত্তা। সিসিটিভি মোড়া এলাকায় এমন দুঃসাহসিক ঘটনায় রীতিমত ভয়ে আছেন এলাকাবাসীরা।