• ‘বাচ্চাদের বকবেন না...’, মাধ্যমিক পরীক্ষার্থীর অভিভাবকদের পরামর্শ মুখ্যমন্ত্রীর
    এই সময় | ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  • মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে দেখা করে খোঁজখবর নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে পরীক্ষা শেষ হতে পরীক্ষার্থীদেরও থেকেও পরীক্ষা কেমন হয়েছে জানতে চান তিনি। বিধানসভা যাওয়ার পথে ভবানীপুরের এক স্কুলে যান মুখ্যমন্ত্রী। সেখানে গেটের বাইরে দাঁড়িয়ে থাকা অভিভাবকদের সঙ্গে সঙ্গে স্কুলের প্রধান শিক্ষিকার সঙ্গেও কথা বলেন। স্কুলের সংস্কার নিয়েও দেন বিশেষ নির্দেশ।

    আজ মঙ্গলবার ছিল মাধ্যমিক পরীক্ষার চতুর্থ দিন। এ দিন ছিল ইতিহাস পরীক্ষা। বিধানসভা যাওয়ার পথে স্কুলের সামনে দাঁড়িয়ে থাকা মাধ্যমিক পড়ুয়াদের অভিভাবকদেরকে মুখ্যমন্ত্রী জিজ্ঞেস করেন বাচ্চাদের পরীক্ষা কেমন চলছে। এক পড়ুয়ার মায়ের গোমড়া মুখ দেখে খোঁজ নেন কেন মন খারাপ? আশ্বাস দেন, ‘ভালো ফল করবে বাচ্চারা। ওদের বকাবকি করার কোনও দরকার নেই।’

    মাধ্যমিকে নম্বর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘এখন তো অনেক সুযোগ করে দেওয়া হয়েছে। আগে তো নম্বরই দিত না। আমাদের সময় ৪০ নম্বরই দিত না, এখন তো ৮০ নম্বর কোনও ব্যাপার নয়। যাতে এই বাচ্চারা সব জায়গায় চান্স পায় তাই পরিবর্তন করা হয়েছে। সিবিএসই ও আইসিএসই তো অনেক বেশি বেশি নম্বর দেয়। বাচ্চারা জাতীয় স্তরের প্রতিযোগিতায় যাতে পাল্লা দিতে পারে তাই করা। পরীক্ষা ভালো হচ্ছে শুনে ভালো লাগল।’

    পড়ুয়াদের পরীক্ষার খোঁজখবর নেওয়ার সঙ্গে সঙ্গে কোন কোন স্কুলের সিট পড়েছে সেখানে তাও জেনে নেন তিনি। কথা প্রসঙ্গে জানান, তাঁর ভাইঝি অর্পিতা বন্দ্যোপাধ্যায়ও পড়তেন ভবানীপুরের ওই স্কুলে।

    কথার ফাঁকেই মুখ্যমন্ত্রীর নজরে পড়ে স্কুলবাড়ির অবস্থাও। রং উঠে যাওয়া বিল্ডিং দেখে স্কুল কর্তৃপক্ষকে রঙ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  • Link to this news (এই সময়)