• হাসপাতালে আগুন, বিষাক্ত কালো ধোঁয়ায় ঢাকল একাধিক ওয়ার্ড, আতঙ্কে ছোটাছুটি রোগীদের
    এই সময় | ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  • হাসপাতালের ভেতরে আগুন লেগে আতঙ্ক। কালো ধোঁয়ায় ঢাকল একাধিক ওয়ার্ড। প্রাণ বাঁচাতে ছোটাছুটি রোগীদের। ধোঁয়ায় শ্বাসকষ্টের সমস্যায় পড়েন চিকিৎসক থেকে শুরু করে নার্স, রোগী, স্বাস্থ্যকর্মীরা।

    মঙ্গলবার বেলা ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকল বাহিনী। জানা যায়, হাসপাতালের পাশে অবস্থিত আবর্জনার স্তূপে আগুন লাগে। হাসপাতালের কর্মী এবং দমকল বাহিনীর চেষ্টায় কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। কিছুক্ষণের জন্য ধোঁয়া কবলিত ওয়ার্ডগুলি থেকেৃ চিকিৎসক, নার্স এবং রোগীদের বার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। ধোঁয়ায় সাময়িক অসুস্থ বোধ করছিলেন তাঁরা। আপাতত প্রত্যেকেই সুস্থ বলে হাসপাতাল সূত্রে খবর।

    জানা গিয়েছে, হাসপাতালের পাশেই একটি আবর্জনার স্তূপ রয়েছে। সেখানেই আগুন লাগে। এর পর বিষাক্ত কালো ধোঁয়ায় ঢেকে যায় সমগ্র ওয়ার্ড। প্রসূতি থেকে শুরু করে অন্যান্য রোগীরা ওয়ার্ডের বাইরে বেরিয়ে যান হুড়মুড়িয়ে। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা রোগীদের বাইরে করে আনেন। হাসপাতালের কর্মীরাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

  • Link to this news (এই সময়)