• সাসপেন্ড হওয়ার পর এ বার শুভেন্দুকে স্বাধিকার ভঙ্গের নোটিস
    এই সময় | ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  • সাসপেন্ড হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এ বার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরকে স্বাধিকার ভঙ্গের নোটিস। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় মঙ্গলবার বিধানসভা অধিবেশনের শুরুতেই এই নোটিস দেন। বিধানসভায় সেই নোটিস পাঠ করেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী। তাতে সমর্থন জানান অরূপ বিশ্বাস, দেবাশিস কুমার। সোমবার বিধানসভা থেকে এক মাসের জন্য সাসপেন্ড হওয়ার পর বিরোধী দলনেতা বাইরে মিথ্যাচার করছেন এমন অভিযোগেই এই স্বাধিকার ভঙ্গের নোটিস বলে জানান পরিষদীয় মন্ত্রী।

    সোমবারই এক মাসের জন্য বিধানসভা থেকে সাসপেন্ড করা হয় শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, বিশ্বনাথ কারক ও বঙ্কিম ঘোষকে। চার জনই বিজেপি বিধায়ক। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে কাগজ ছোড়া, ওয়েলে নেমে হট্টগোল করার মতো অভিযোগে সাসপেন্ড করা হয়।

    অধিবেশনের শুরুতেই পরিষদীয় মন্ত্রী জানান, সোমবার বিধানসভা অধিবেশন কক্ষে কাগজ ছোড়া, অধ্যক্ষের দিকে তেড়ে যাওয়ার জন্য সাসপেন্ড করা হয় শুভেন্দু অধিকারীকে। অথচ বিরোধী দলনেতা বাইরে গিয়ে অন্য কথা বলেছেন। তাতে সরকারকে ম্যালাইন করা হয়েছে। তাই স্বাধিকার ভঙ্গের নোটিস আনা হল।

    এই স্বাধিকার ভঙ্গের নোটিস প্রসঙ্গে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘উনি প্রিভিলেজ কমিটিকে উত্তর দেবেন। তাঁর জবাবে যা সিদ্ধান্ত নেওয়ার কমিটি নেবে। এ নিয়ে আমি আর কিছু বলব না।’ কিন্তু কারও বিরুদ্ধে প্রিভিলেজ মোশন আনা হলে কী হতে পারে? পরিষদীয় মন্ত্রী শোভনদেবের জবাব, শাস্তি হতে পারে। আবার ক্ষমা চাইলে সেটা আলাদা বিষয়।

    মঙ্গলবার রাজ্যপালের ভাষণের উপর এ দিন বিধানসভায় জবাবি ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিকে এ দিন সকাল থেকেই বিধানসভার সিঁড়িতে ধরনায় বিজেপি বিধায়করা। সাদা পোশাক, মাথায় গেরুয়া পাগড়ি পরে ধরনায় বসেছেন তাঁরা। শুভেন্দু সাসপেন্ড হওয়ায় বিজেপি ঠিক করেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভা বয়কট করা হবে। এমনকী মমতার ভাষণের লাইভ স্ট্রিমিং হলে শুভেন্দু সে সময় ফেসবুক লাইভ করবেন বলেও আগাম জানিয়ে রেখেছেন।

  • Link to this news (এই সময়)