• মোবাইলেই মগ্ন স্ত্রী, স্বামীর লাথি অন্তঃসত্ত্বার পেটে
    এই সময় | ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  • স্ত্রীর অতিরিক্ত মোবাইল ফোনে মগ্ন থাকা পছন্দ ছিল না স্বামীর। তা নিয়ে নিত্য অশান্তি লেগেইছিল। সোমবার ওই ব্যক্তির বিরুদ্ধে অন্তঃসত্ত্বার স্ত্রীর হাত থেকে ফোন কেড়ে তাঁর পেটে লাথি মারার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার নরেন্দ্রপুর থানা এলাকায়। অভিযুক্তের নাম মহম্মদ আজহারউদ্দিন। ইতিমধ্যেই স্ত্রীর পরিবারের তরফে নরেন্দ্রপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবারই গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। 

    সূত্রে খবর, মহম্মদ আজহারউদ্দিন সঙ্গে তাঁর স্ত্রীর পরিচয় সোশ্যাল মিডিয়ায়। প্রথমে বন্ধুত্ব হয় তাঁদের। সেই সম্পর্ক গড়ায় বিয়ে পর্যন্ত। তাঁর স্ত্রী মথুরাপুরের বাসিন্দা। তিন বছর আগে ভালোবেসে বিয়ে করলেও তাঁদের দাম্পত্য জীবন সুখের হয়নি। বিয়ের কয়েকদিন পর থেকেই স্ত্রীর ফোন ঘাঁটাঘাঁটি পছন্দ ছিল না আজহারউদ্দিনের, দাবি তাঁর স্ত্রীর পরিবারের। 

    তাঁদের অভিযোগ, মোবাইল ব্যবহার নিয়ে নিত্য স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকত। সোমবার ফোন নিয়ে ঝগড়া চলাকালীন আজহারউদ্দিন গর্ভবতী স্ত্রীর পেটে লাথি মারে বলে অভিযোগ। অসুস্থ হয়ে পড়েন তাঁর স্ত্রী। পরিবারের লোকজনরাই তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। খবর দেওয়া হয় মহিলার পরিবারকেও। 

    তাঁর পরিবারের সদস্যরাই আজহারউদ্দিনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। বধু নির্যাতনের মামলা রুজু করা হয়েছে তাঁর বিরুদ্ধে। ইতিমধ্যেই গ্রেপ্তার মূল অভিযুক্ত। আজহারউদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে তাঁর স্ত্রীর পরিবারের লোকজন।

  • Link to this news (এই সময়)