• মনের খিদে, অনালোচিত লেখককে সামনে আনার নেশায় বুঁদ দুই যুবক
    এই সময় | ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  • সব্যসাচী ঘোষ, মালবাজার

    বই থেকে মুখ ফিরিয়ে নেওয়াটা ভবিতব্য জেনেও স্রোতের উল্টো দিকে সাঁতার কাটছেন উত্তরের দুই যুবক। একজনের বাড়ি উত্তরের দক্ষিণ প্রান্তের জেলা শহর মালদায়। অন্য যুবকের বাড়ি অসম সীমানার শেষ শহর বারোবিশায়।

    মালদার যুবক তন্ময় বসাকের নিজস্ব প্রকাশনার নাম ‘শহরতলি’। পৈতৃক সিমেন্টের ব্যবসা ছেড়ে হঠাৎ পছন্দের লেখকদের সাহিত্যকর্ম দুই মলাটে বন্দি করার নেশা চেপে বসে তন্ময়ের। সেই চার বছর আগের কথা। মালদায়, নিজের শহরে ‘শহরতলি’ প্রকাশন সংস্থা গড়লেও রাজ্যের বিভিন্ন বইমেলায় যাবেন–ই যাবেন। ধুলোও গায়ে মাখবেন তন্ময়।

    নাছোড়বান্দা প্রকাশক, লেখকদের দিয়ে পাণ্ডুলিপি আদায় করে কলকাতাকে টেক্কা দেওয়ার মতো বই বের করেছেন তন্ময়। উত্তরের সব বইমেলায় স্টল ছিল তন্ময়ের। নিজেই সেখানে বসেছেন। সদ্য শেষ হওয়া কলকাতা আন্তর্জাতিক বইমেলায় তাঁর স্টল হয়ে উঠেছিল উত্তরের ‘আশ্রয়’।

    এ খানেই শেষ নয়, এ বছর উত্তরবঙ্গের প্রকাশনা হিসেবে সর্বকালীন রেকর্ড গড়ে ফেলেছেন বছর ৩৫–এর যুবক তন্ময়। এ বারের বইমেলার মরশুমে প্রকাশ করেছেন নানা ধরনের ৬০টি বই। ৬০ জন লেখকের এর মধ্যে ৪০ জন লেখকই উত্তরের। সদ্যপ্রয়াত কোচবিহারের গদ্যকার দেবজ্যোতি রায়, অধ্যাপক কবি নিখিলেশ রায়ের বাছাই সম্পাদকীয়, কোচবিহারের তরুণ কবি নীলাদ্রি বাগচী, মীনাক্ষী মুখোপাধ্যায়ের কবিতার বই।

    আবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কৌশিক জোয়ারদারের প্রবন্ধ সংকলন। মালদার গল্পকার শুভ্র মৈত্র, শুভজিত ভাদুড়ি সকলেই ঠাঁই পেয়েছেন দুই মলাটে। ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, কবিতা সংকলন, মূলত উত্তরের লেখকদের প্রাধান্য তন্ময়ের কাছে।

    ঘরের পুঁজি ভেঙে ছুটছেন তন্ময়। ‘ছেলে বয়সি’ নামে তাঁর নতুন কবিতার বই এ বার বেরিয়েছে। বলেন, ‘পাকাপাকি ভাবে কলকাতার কলেজ স্ট্রিটে পাড়ি জমানোর চেষ্টা করছি, তবে উত্তরের লেখকদের অগ্রাধিকার সেখানেও থাকবে।’ তবে বই প্রকাশকে ব্যবসা হিসেবে দেখেন না। মনের খিদে, অনালোচিত লেখককে সামনে আনার নেশা তাঁকে পেয়ে বসেছে।

    তবে বইপাগল হিসেবে উত্তরে তন্ময় একা নয়। আলিপুরদুয়ার জেলার বারোবিশার যুবক সুকান্ত দাসের প্রকাশনা ‘শাঙ্খিক’ চলতি বইমেলার মরশুমে ১৬টি নতুন বই প্রকাশ করেছে। পেশায় শিক্ষক সুকান্ত গত প্রায় এক দশক ধরে বইয়ের সঙ্গে জীবনকে জড়িয়ে রেখেছেন। উত্তরের বিশিষ্ট কবি সমর রায়চৌধুরীর শ্রেষ্ঠ কবিতা, গবেষণাধর্মী নানা কাজ তাঁকে আলাদা পরিচিতি দিয়েছে।

    বক্সা পাহাড়ের স্বাধীনতা সংগ্রাম যেমন তাঁর এ বারের উল্লেখযোগ্য বই, তেমনই শিলিগুড়ির তরুণ গল্পকার অগ্রদীপের গল্প সংকলনও সুকান্তের ঝকঝকে কাজগুলির একটি। একই সঙ্গে আগামী বছরের কাজের ভাবনাও ভাবা শুরু হয়ে গিয়েছে বলে জানালেন সুকান্ত।

    তাঁর কথায়, ‘যে বই মানুষ অদূর ভবিষ্যতেও খুঁজে নিয়ে সংগ্রহ করে পড়বে, তেমন বই ছাপতে চাই।’ উত্তরের ‘বিয়ন্ড হরাইজ়ন’ প্রকাশনার কর্ণধার সুরজিৎ বণিক বলেন, ‘তন্ময় ও সুকান্ত যে উদ্দীপনা ও ঝুঁকি নিয়ে বই প্রকাশ করছেন, সেই অনুযায়ী পাঠক নেই। তবে এখনও অনেকে বই পড়ছেন, তন্ময়রা বই ছাপাচ্ছেন, এটা আশার কথা।’

  • Link to this news (এই সময়)