দলের নীতি এবং ব্লক নেতৃত্বের মতের বিরুদ্ধে ৪৮ নম্বর মণ্ডল সভাপতির নাম ঘোষণা হওয়াকে কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপির কর্মী সমর্থক এবং ওই অঞ্চলের বিজেপির বেশ কিছু নেতা। তাঁদের অভিযোগ, ব্লক নেতৃত্বের কোনওরকম মতামত না নিয়েই জেলা সম্পাদক মলয় মণ্ডল এবং বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি শাঁখারভ সরকার ৪৮ নম্বর মণ্ডল সভাপতির নাম ঘোষণা করেছেন।
এক পক্ষের অভিযোগ, যাঁকে মণ্ডল সভাপতি বানানোর কথা ঘোষণা করা হয়েছে তিনি বিজেপির প্রাথমিক সদস্য। খুব অল্প দিন হয়েছে তিনি বিজেপিতে এসেছেন। কোনওরকম মিটিং মিছিলেও তাঁকে বিশেষভাবে দেখা যায় না। তাছাড়া দলের নীতি অনুসারে ৩ বছর পর্যন্ত দলে না থাকলে সে কখনই সভাপতি নির্বাচিত হতে পারেন না। কিন্তু কোনও ধরনের নীতি না মেনেই নিজেদের পছন্দমত লোককে মণ্ডল সভাপতি করে এলাকায় বিজেপি আধিপত্য নষ্ট করতে চাইছে জেলা সম্পাদক এবং জেলা সভাপতি ।
বড়ঞার বিজেপি কর্মী সমর্থকদের বক্তব্য, যাঁকে জেলা নেতৃত্ব ৪৮ মণ্ডলের সভাপতি করেছেন তাঁকে কর্মীরা চাইছেন না। তাই কোনও সুদক্ষ কর্মীকে যেন সভাপতি করা হয়। সেক্ষেত্রে বিমান ঘোষকে মন্ডল সভাপতি করার জন্য আবেদন জানিয়েছেন তারা ।
এই প্রসঙ্গে বহরমপুর সাংগঠনিক বিজেপি জেলা সভাপতি শাঁখারভ সরকার বলেন, 'বিজেপি দলের মধ্যে কোনও অন্তর্দন্দ্ব নেই। যাঁরা এই ধরনের কাজ করছেন, তাঁরা আসলে তৃণমূলের মদতপুষ্ট বহিরাগত । দলের ক্ষতি করাই তাঁদের লক্ষ্য । কারণ বিজেপির কর্মী সমর্থক হয়ে কখনওই বিজেপির কোনও নেতার কুশপুতুল দাহ করা সম্ভব নয়। এগুলো আমাদের দলের নীতি বহির্ভূত কাজ।'
তাঁর বক্তব্য, 'আমরা ঘরে বসে কখনওই মণ্ডল সভাপতি নির্বাচন করিনি। ব্লক স্তর থেকেই আমাদের কাছে পাঁচটি নাম এসেছিল। তার মধ্যে থেকে আমরা নাম নির্বাচন করে রাজ্য স্তরের নেতৃত্বের কাছে পাঠিয়েছি। সেখান থেকেই মণ্ডল সভাপতির নাম নির্বাচিত হয়ে এসেছে। তাই যাঁরা সম্পাদকের কুশপুত্তলিকা দাহ করেছেন তাঁরা বিজেপির কেউ নয়।'