• জাতীয় সড়কের ওপর উদ্ধার মৃতদেহ, উলুবেড়িয়ার মনসাতলায় চাঞ্চল্য...
    আজকাল | ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: মুখ বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে উত্তেজনা উলুবেড়িয়ার মনসাতলায়। জানা গিয়েছে, ১৬ নম্বর জাতীয় সড়কের ওপর লেনের পাশে ওই ব্যক্তির মৃতদেহ পড়েছিল। মঙ্গলবার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে উলুবেড়িয়া থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, সোমবার রাতের দিকে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তার তদন্ত করছে পুলিশ। জানা গিয়েছে, মনসাতলার কাছে ১৬ নম্বর জাতীয় সড়কের দুই লেনের মাঝে এক মধ্যবয়সী ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন এলাকার মানুষজন। তাঁদের অনুমান, সম্ভবত অন্যত্র খুন করে মৃতদেহ রাস্তায় ফেলে পালিয়েছে অভিযুক্ত।

    খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উলুবেড়িয়া থানার পুলিশ। ইতিমধ্যেই, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। জাতীয় সড়কের ওপর সারারাত গাড়ি চলেছে। তাছাড়া, কিছু দূর অন্তর সিসিটিভি রয়েছে। তার মধ্যে কীভাবে এই ধরনের ঘটনা ঘটল তার তদন্ত করছে পুলিশ। এই ঘটনায় অনেকেই জাতীয় সড়কের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। উলুবেড়িয়া পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহটি মুখ বাঁধা অবস্থায় পড়েছিল। পরনে ছিল লুঙ্গি ও জামা। গামছা জাতীয় কোনও পোশাক দিয়ে বাঁধা ছিল মুখ। পুলিশ ওই ব্যক্তির মৃতদেহ ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। জাতীয় সড়কের ওপর ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
  • Link to this news (আজকাল)