টানা তিনবার ভারতের গ্লোবাল বার্ড কাউন্টে সেরা বাংলা
আজকাল | ১৮ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: তৃতীয় বছরের মতো, আবারও ভারতের গ্রেট ব্যাকইয়ার্ড বার্ড কাউন্ট (GBBC)-এ শীর্ষে পশ্চিমবাংলা। এবারের গণনায় ৫৪৩ প্রজাতির পাখি শনাক্ত হয়েছে, যা দেশের সর্বাধিক। সারা দেশের মধ্যে মোট ১,০৬৮টি প্রজাতির পাখি দেখা গেছে।
২০২৪ সালে, ১৪ থেকে ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া এই বার্ড কাউন্ট ছিল বিশ্বের বৃহত্তম পাখি পর্যবেক্ষণ ইভেন্টগুলির মধ্যে অন্যতম একটি। যদিও ২০২৪ সালের তুলনায় অংশগ্রহণ কিছুটা কম ছিল, কারণ ইভেন্টটি বসন্ত ঋতুর সঙ্গে মিলে যাওয়ায় অনেক পাখি পর্যবেক্ষক যোগ দিতে পারেননি। পশ্চিমবঙ্গ বার্ডওয়াচার্স সোসাইটির সমন্বয়ক শান্তনু মান্না জানান, অংশগ্রহণ কমার কারণ হিসেবে অনেকেই তাদের ঐতিহ্যগতভাবে চেনা অঞ্চলে পর্যবেক্ষণ করতে পারেননি।
গত বছর বাংলার পক্ষ থেকে ২,২২৩টি চেকলিস্ট আপলোড করা হয়েছিল, কিন্তু এ বছর সংখ্যাটি ১,৯০৯।
দার্জিলিং এ বছর ২৫২টি পাখি প্রজাতি শনাক্ত করে তালিকার শীর্ষে রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ৩৪২টি চেকলিস্ট দিয়ে এগিয়ে রয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণগুলোতে উল্লেখযোগ্য কিছু প্রজাতি চিহ্নিত হয়েছে, যেমন উত্তরবঙ্গের জলঢাকা নদীতে প্রদীপ্রভ মজুমদারের তোলা ‘আইবিসবিল’ ও বারুইপুরে সুজিত কুমার মণ্ডলের তোলা ‘স্পটেড ক্রেক’।
ভারতের GBBC-এর সূচনা হয়েছিল ২০১৩ সালে, যেখানে মাত্র ২০০ জন অংশগ্রহণকারী ছিল। কিন্তু ২০২৫ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩,৩০০।