• জোড়া লাগল কাটা হাত, নয়া জীবন পেলেন প্রৌঢ়, অস্ত্রোপচারে নজির গড়ল আর জি কর হাসপাতাল...
    আজকাল | ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: কাজ করার সময়ে আচমকাই হাত ঢুকে গিয়েছিল রোলিং মেশিনে। তাতে কব্জির নীচ থেকে পিষে গিয়ে কেটে ঝুলছিল তালু-সহ আঙুল। সেই কাটা অংশ জুড়ে ৫৮ বছরের প্রৌঢ়কে স্বাভাবিক জীবনে ফেরাল আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল। ওই প্রৌঢ় এখন আঙুল নাড়তে পারছেন। এমনকি, তাতে অনুভূতি ফিরে এসেছে। আঙুলে পালস-অক্সিমিটার লাগিয়ে শরীরে অক্সিজেনের মাত্রাও বোঝা যাচ্ছে।

    হাসপাতাল সূত্রের খবর, শ্যামপুরের বাসিন্দা কার্তিক জানা ডোমজুড়ে একটি কারখানায় কাজ করতেন। গত ৪ ফেব্রুয়ারি দুর্ঘটনায় তাঁর বাঁ হাতের ওই অংশ ক্ষতিগ্রস্ত হয়। এরপর স্থানীয় হাসপাতাল ঘুরে পিজি হাসপাতালে গেলেও, কার্তিকের হাতের ভয়াবহতা দেখে তাঁকে পাঠানো হয় আর জি কর হাসপাতালে। সেখানে প্লাস্টিক সার্জারি বিভাগের চিকিৎসকেরা কার্তিককে পরীক্ষা করে তড়িঘড়ি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। সেই মতো প্লাস্টিক সার্জারির ও অস্থি শল্য বিভাগের চিকিৎসকদের নিয়ে গঠিত দল প্রায় ছয় ঘণ্টা ধরে অস্ত্রোপচার করে কার্তীকের হাতের কাটা অংশ জোড়া লাগান।

    আর জি কর হাসপাতালের চিকিৎসকদের দাবি, এমন কাটা অংশ জোড়ার ক্ষেত্রে প্রথম ছয় ঘণ্টাকে গোল্ডেন আওয়ার বলা হয়। তার থেকেও অনেক দেরিতে কার্তিক জানার চিকিৎসা শুরু করে সাফল্য মিলেছে। এসব ক্ষেত্রে দ্বিতীয় অস্ত্রোপচার করতে হয়। মাসখানেক পরে প্রৌঢ়ের সেই অস্ত্রোপচারে স্নায়ু ও টেন্ডন জোড়া হবে। 

    কাটা হাত জোড়া লাগায় এখন মনে জোর ফিরে পাচ্ছেন বলে দাবি করেছেন প্রৌঢ় কার্তিক। 

     
  • Link to this news (আজকাল)