• বিজেপি বিধায়করা ধর্ম বিক্রি করে খাচ্ছেন, বিধানসভা থেকে তীব্র প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির...
    আজকাল | ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বিধানসভার ভাষণে বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বললেন, বিজেপি বিধায়করা একটি ধর্মকে বিক্রি করে খাচ্ছেন। তৃণমূল সব ধর্মকে নিয়ে চলতে পারে। 

    মঙ্গলবার দুপুরে যখন বাজেট অধিবেশনে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী, ঠিক সেই সময় বিধানসভার সিঁড়িতে ধর্নায় বসেন ‘সাসপেন্ড’ হওয়া বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার মধ্যেই বিধানসভায় এ দিন বক্তব্য পেশ করেন মুখ্যমন্ত্রী। বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতি করার অভিযোগ তোলেন তিনি। শুভেন্দু অধিকারিকে নিশানা করে মমতা ব্যানার্জি বলেন, "আপনারা আবার বড় বড় কথা বলেন কী করে? একটা ধর্মকে বিক্রি করে তো খাচ্ছেন। মনে রাখবেন, আমরা সব ধর্মকে সম্মান করি।"

    শুভেন্দুর অভিযোগ, তৃণমূলের সরকারের মদতেই বাংলায় জঙ্গিদের বাড়বাড়ন্ত। এ দিন ওই প্রসঙ্গে মমতার পাল্টা চ্যালেঞ্জ, "আমার সঙ্গে জঙ্গিদের সম্পর্ক আছে? প্রমাণ দিলে মুখ্যমন্ত্রীর চেয়ার ছেড়ে দেব।" পাশাপাশি তিনি বলেন, "আমার বিরুদ্ধে এই কুৎসার বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে চিঠি দেব।"

    মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দেন যে, "বাংলায় মাফিয়াদের কোনও জায়গা নেই। সন্ত্রাসকারী, দাঙ্গাকারীদের আমরা জায়গা দিই না।"

    অধ্যক্ষকে লক্ষ্য করে সোমবার বিধানসভায় কাগজ ছোড়ার অভিযোগ ওঠে বিরোধী দলনেতার বিরুদ্ধে। ফলে শুভেন্দু-সহ চার বিজেপি বিধায়ককে সোমবার থেকে এক মাসের জন্য সাসপেন্ড করেন  অধ্যক্ষ বিমান ব্যানার্জি। ওই প্রসঙ্গে বলতে গিয়ে অতীতে বাম জমানায় তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা ব্যানার্জিও বিধানসভায় কাগজ ছিঁড়েছিলেন বলে অভিযোগ করেছিলেন শুভেন্দু। এদিন বক্তৃতার শুরুতে ওই প্রসঙ্গেরও জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জি বলেন, "আমি যখন কাগজ ছিড়েছিলাম, তখন আমি একা ছিলাম। বিজেপি, কংগ্রেস, সিপিএম আমাকে একটা কথা বলতে দিত না। অথচ ৩৯ শতাংশ ভোট ছিল আমাদের। একটা বক্তব্য রাখতে দেওয়া হত না। একটা প্রশ্নও করতে দেওয়া হত না। বাধ্য হয়েই উত্তেজিত হয়ে গিয়েছিলাম, ওটা কার হয়। আমি একটা জিনিসও ভাঙিনি।"

    মুখ্যমন্ত্রীর দাবি, বর্তমানে তেমন পরিস্থিতি নেই। তৃণমূল গণতন্ত্রে বিশ্বাসী। সবাইকে বলতে দেওয়া হয়। কিন্তু শুধুই বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হলে তা বরদাস্ত করা হবে না।
  • Link to this news (আজকাল)