• দত্তপুকুরে সেই কাটা মুন্ডু মিলল ডোবায়, হজরত খুনের মোটিভ কী?
    আজ তক | ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  • দেহ উদ্ধার হয়েছিল আগেই, কিন্তু মাথার খোঁজ পাচ্ছিল না পুলিশ। অবশেষে দুই সপ্তাহ পর দত্তপুকুর হত্যাকাণ্ডে নিহত যুবক হজরতের কাটা মাথা উদ্ধার করল পুলিশ। মূল অভিযুক্ত জলিলকে জেরা করেই এই সন্ধান পাওয়া গেছে বলে জানা গেছে।

    কোথা থেকে মিলল কাটা মাথা?
    তল্লাশির পর পুলিশ বামনগাছি স্টেশন সংলগ্ন রেল কোয়ার্টারের পাশের একটি ডোবা থেকে হজরতের কাটা মাথা উদ্ধার করে। ঘটনার পুনর্নির্মাণের সময় জলিলই পুলিশকে ওই স্থানের কথা জানায়। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর ওই কচুবন থেকেই দেহাংশ উদ্ধার হয়।

    কী কারণে খুন? বদলাচ্ছে বয়ান!
    প্রাথমিক তদন্তে উঠে এসেছিল, চুরির সামগ্রী ভাগ-বাটোয়ারা নিয়ে ঝগড়ার জেরেই হজরতকে হত্যা করেছিল জলিল। কিন্তু পুলিশের জেরায় নতুন মোড় নেয় তদন্ত। সম্প্রতি জলিল স্বীকার করেছে, তার স্ত্রী সুফিয়ার সঙ্গে হজরতের অবৈধ সম্পর্ক ছিল। বহুবার নিষেধ করা সত্ত্বেও হজরত সেই সম্পর্ক চালিয়ে যাচ্ছিল বলে অভিযোগ। এমনকি, জলিলের দাবি, তার স্ত্রীকে যৌন নির্যাতনও করত হজরত। এই ক্ষোভ থেকেই তাকে নৃশংসভাবে খুন করার সিদ্ধান্ত নেয় জলিল।

    শরীরে চিহ্ন রেখে পরিচয় লুকোনোর চেষ্টা
    খুনের পর যাতে দেহ শনাক্ত করা না যায়, সেই কারণেই হজরতের মাথা কেটে আলাদা করে দেওয়া হয়েছিল। এই কাজে জলিলকে সাহায্য করেছিল তার স্ত্রী সুফিয়াও! তবে শেষ পর্যন্ত হজরতের বাঁ হাতে থাকা একটি ট্যাটুই পুলিশের কাছে মূল সূত্র হয়ে ওঠে। সেই সূত্র ধরেই হজরতের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়।

    গ্রেফতার মূল অভিযুক্ত, তদন্ত চলছে
    কাটা মাথা উদ্ধারের পর জলিলকে আরও জেরা করছে পুলিশ। খুনের পিছনে অন্য কোনও কারণ আছে কি না, বা এই হত্যাকাণ্ডে আর কেউ জড়িত কি না, তা জানার চেষ্টা চলছে। দত্তপুকুরের এই নৃশংস হত্যাকাণ্ডে নতুন চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
     

     
  • Link to this news (আজ তক)