• সল্টলেকে বাড়িতে আগুন, পুড়ে মৃত ১, ফলস সিলিং থেকেই বিপত্তি?
    আজ তক | ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  • Salt Lake Kolkata fire: সল্টলেকের DA ব্লকের একটি বাড়িতে সোমবার রাতে আগুন লাগে। ঘটনায় মৃত্যু হয় দেবর্ষি গাঙ্গুলি ওরফে বাবুয়া (৪৭) নামের এক ব্যক্তির। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

    ঠিক কীভাবে আগুন লাগে, তা এখনও স্পষ্ট নয়। তবে মৃতের জামাইবাবু জয়ন্ত চট্টোপাধ্যায় জানান, বাড়িটিতে ফলস সিলিংয়ের কাজ চলছিল। প্রাথমিক অনুমান, সিলিং দিয়েই আগুন ছড়িয়ে পড়তে পারে। তবে তদন্তের পরই বিষয়টি নিশ্চিত হবে।

    যদিও শেষমেষ দমকল ঘটনাস্থলে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। ওই বাড়িতে থাকা দেবর্ষি গাঙ্গুলির মা ও স্ত্রীকে উদ্ধার করা গেলেও তাঁকে বের করে আনা সম্ভব হয়নি। ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তাঁর।
  • Link to this news (আজ তক)