• শোভাবাজারে শিশুকে নৃশংস ধর্ষণ! সবক শেখাতে 'বর্বর' রাজীবকে ফাঁসি সাজা...
    ২৪ ঘন্টা | ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বড়তলায় সাত মাসের শিশুকন্যাকে যৌন নিগ্রহের ঘটনায় কলকাতার নগর দায়রার বিশেষ পকশো আদালত দোষী সব্যস্ত করল। আদালতের নজিরবিহীন রায়। দোষী সাব্যস্ত করা হয় 'বর্বর' অভিযুক্তকে। ফাঁসির সাজা দেওয়া হল অভিযুক্ত রাজীবকে।

    উল্লেখ্য, ২০২৪ সালের ৩০ নভেম্বর, ওই শিশুকন্যাকে ঘুমন্ত অবস্থায় ফুটপাথ থেকে তুলে নিয়ে গিয়ে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর থেকে অভিযুক্ত বছর ৩৩ এর রাজীব ওরফে গোবরা কে গ্রেফতার করে পুলিস। ২৬ দিনের মধ্যে চার্জশিটও জমা পড়ে।

    সবিস্তারে আসছে...

     

  • Link to this news (২৪ ঘন্টা)