জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: 'কেন এত হাইপ তুলতে গেলেন'? মহাকুম্ভ নিয়ে এবার উত্তরপ্রদেশে যোগী সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, 'ওটা এখন মৃত্যুকুম্ভ হয়ে গিয়েছে'।
এদিন বিধানসভা বাজেটে জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, 'আমি কুম্ভকে সম্মান জানাই। কত মৃতদেহ নদীতে ভাসিয়ে দিয়েছেন? কী পরিকল্পনা করেছিলেন আপনারা? এত হাইপ তুলতে গেলেন কেন? রেলে পদপিষ্ট হয়ে অনেক মানুষ মারা গিয়েছে। তাও আমরা সফট লাইন নিয়েছি। কারণ দুর্ঘটনা ঘটতেই পারে'। সঙ্গে বার্তা, 'আমিও গর্ব করি হিন্দু ধর্মের, কিন্তু আমি সবধর্মের। আশা করি, ধর্ম নিয়ে বক ধার্মিকদের উপযুক্ত জবাব দিতে পেরেছি'।
চুপ করে থাকেনি বিজেপি। শুভেন্দু অধিকারী বলেন, 'মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে অপমান করলেন মুখ্যমন্ত্রী'। তাঁর বিরুদ্ধে সন্ত সমাজকে পথে নামার আহ্বান জানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা। সঙ্গে কুশপুতুল পোড়ানোর পরামর্শ।
ঘটনাটি ঠিক কী? কখনও অগ্নিকাণ্ড, তো কখনও আবার পদপিষ্টের ঘটনা। বিপত্তি যেন কাটছেই না মহাকুম্ভে। দিন কয়েক আগেই মহাকুম্ভে যাওয়ার পুণ্যার্থীদের চরম হুড়োহুড়ি পড়ে যায়। নয়াদিল্লিতে স্টেশনে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতিতে পড়ে আহত হন বহু মানুষ। কতজন? সংখ্যাটা ১৫ বলে খবর। বিভিন্ন ভিডিয়োতে দেখা গিয়েছে প্লাটফর্মে ছড়িয়ে ছিড়িয়ে পড়ে রয়েছে অনেকে। এদের মধ্যে অনেকেই মহিলা।