• 'মানুষ মরছে, মরতে দাও! তাতে আপনাদের কি?' রাজ্যকে কড়া ধমক হাইকোর্টের!
    ২৪ ঘন্টা | ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  • অর্ণবাংশু নিয়োগী: মানুষ মরছে, মরতে দাও। তাতে আপনাদের কি?  রাজ্যকে প্রশ্ন প্রধান বিচারপতির। আপনারা ভোট নিয়ে চিন্তিত, ভোটারদের নিয়ে নয়। মন্তব্য প্রধান বিচারপতির। 

    দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র উন্নয়ন সংক্রান্ত মামলার শুনানিতে এদিন এভাবেই প্রধান বিচারপতির তিরস্কারের মুখে পড়তে হল রাজ্য সরকারকে। প্রধান বিচারপতি বলেন, আপনারা পার্কস্ট্রিটের আলোকসজ্জা নিয়ে গর্ব করেন। কলকাতার বাইরে যান, দেখুন কি অবস্থা। মানুষ মারা যাচ্ছে।

  • Link to this news (২৪ ঘন্টা)