মণিরুল ইসলাম, উলুবেড়িয়া: জাতীয় সড়কের ধার থেকে উদ্ধার এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ। মঙ্গলবার সকালে এই মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল উলুবেড়িয়ার মনসাতলা এলাকায়। এদিন সাতসকালে স্থানীয় বাসিন্দারা প্রথম এই মৃতদেহ পড়ে থাকতে দেখেন।
উলুবেড়িয়া থানার পুলিশ গিয়ে ওই মৃতদেহ উদ্ধার করে। খুন নাকি দুর্ঘটনা? তাই নিয়ে ধন্দ আছে তদন্তকারীদের। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার উপর দিয়েই গিয়েছে ১৬ নম্বর জাতীয় সড়ক। রাস্তার ধারে ওই ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। তিনি স্থানীয় নন বলেই জানা গিয়েছে। তাঁর মুখ ওড়না জাতীয় কাপড় দিয়ে জড়ানো ছিল। স্থানীয়রাই পুলিশে খবর দেন।
স্থানীয়দের একাংশের দাবি, ওই ব্যক্তিকে অন্য কোথাও খুন করে মৃতদেহ সেখানে এনে ফেলা হয়েছে। মৃতদেহের আশপাশে কোথাও রক্তের দাগ নেই। মৃতের শরীরের পায়ের দিকে গভীর ক্ষত আছে। রাতের বেলা ওই ব্যক্তি কি দুর্ঘটনার কবলে পড়েছিলেন? রাস্তার ধারে বড় ড্রেনও আছে। সেখানে কি তিনি পড়ে গিয়েছিলেন? তার থেকেই কি মৃত্যু? সেই প্রশ্নও সামনে আসছে। ওই ব্যক্তি মাঝবয়সী বলে অনুমান পুলিশের। মৃতদেহের আশপাশে কোনও জিনিসপত্র পাওয়া যায়নি। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে হাসপাতালে পাঠিয়েছে। আশপাশের থানাগুলিকেও এই ঘটনা জানানো হয়েছে। মৃতের শরীরে আভ্যন্তরীণ কোনও ক্ষত আছে কিনা, ময়নাতদন্তের রিপোর্ট না এলে পরিষ্কার হবে না। এমনই দাবি পুলিশের।