• মালদহে গ্রামীণ হাসপাতালে আগুন! প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি রোগীদের
    প্রতিদিন | ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  • বাবুল হক, মালদহ: মালদহের হরিশচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে আগুন! মঙ্গলবার সকালে ধোঁয়ায় ভরে যায় গোটা হাসপাতাল। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই ছড়ায় আতঙ্ক। হুলুস্থল শুরু হয় ওই গ্রামীণ হাসপাতালে। পরে জানা যায়, হাসপাতালের বাইরের আবর্জনার স্তূপে আগুন লাগে। সেই ধোঁয়াই হাসপাতালের ভিতর ছড়িয়ে পড়ে।

    জানা গিয়েছে, এদিন সকালে হাসপাতালের একটা অংশে ধোঁয়া দেখা যায়। মুহূর্তে রোগী, রোগীর বাড়ির আত্মীয় থেকে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ধোঁয়ায় ঢেকে যায়। নিমেষে হাসপাতালের মধ্যে ছোটাছুটি পড়ে যায়। প্রাণ বাঁচাতে রোগীদের কোনওরকমে হাসপাতালের বাইরে বার করে নিয়ে যাওয়া হয়। খবর দেওয়া হয় দমকলে। কোথায় আগুন লাগল? সেই অকুস্থল খোঁজার কাজও শুরু হয়। পরে দেখা যায়, হাসপাতালের ভিতর নয়। বাইরে থাকা আবর্জনার স্তূপে আগুন জ্বলছে।

    চৌহদ্দির মধ্যে হাসপাতালের বাইরে পিছনের দিকে বর্জ জমানো ছিল। সেখানেই কোনওভাবে আগুন ধরে যায়। বিএমওএইচ ছোটন মণ্ডল মনে করছেন, কেউ সেখানে গিয়ে হয়তো ধূমপান করেছিলেন। ফেলে দেওয়া আগুন থেকেই এই ঘটনা। হাসপাতালের কর্মীরাই দ্রুত সেই আগুন নিভিয়ে ফেলেন। যদিও ততক্ষণে ধোঁয়া হাসপাতালের ভিতর ছড়িয়ে গিয়েছে। কীভাবে আগুন লাগল, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন। হাসপাতাল চত্বরে কেন এভাবে আবর্জনার স্তূপ থাকবে? সেই প্রশ্নও উঠেছে। ছোটন মণ্ডল জানিয়েছেন, নির্দিষ্ট সময় অন্তর সেই জায়গা পরিষ্কার করা হয়। তারপরেও কিছু জিনিস সেখানে থেকে যায়। বিষয়টিও খতিয়ে দেখা হছে।

    হাসপাতালের চিকিৎসক স্নেহাশিস দত্ত জানিয়েছেন, হাসপাতালের ভিতর ধোঁয়ায় ভরে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়লে সব রোগীকেই বাইরে বার করে নিয়ে যাওয়া হয়। ধোঁয়ায় অনেকেরই শ্বাসকষ্টের সমস্যা দেখা যায়। পরে আগুন নিভলে সকলকে ভিতরে নিয়ে যাওয়া হয়। অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। ওই হাসপাতালে অনেক প্রসূতিও ভর্তি রয়েছেন। তাঁদের শারীরিক অবস্থাও খতিয়ে দেখা হচ্ছে।
  • Link to this news (প্রতিদিন)