• ‘আমরা আছি বলেই বাংলা এখনও শান্ত, আপনারা তো উসকানি দিয়েছেন’, বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর
    প্রতিদিন | ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  • ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: সাত মাস ধরে বাংলাদেশে অশান্তি, নৈরাজ্য। এ রাজ্যেও বাংলাদেশের সেই পরিস্থিতিকে অস্ত্র হিসাবে ব্যবহার করে হিংসায় উসকানি দেওয়ার চেষ্টা হয়েছে। বিধানসভায় দাঁড়িয়ে বিজেপিকে (BJP) তুলোধোনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মমতা দাবি করলেন, “আমরা আছি বলেই রাজ্যটা এখনও শান্ত।”

    মঙ্গলবার সরস্বতী পুজো নিয়ে বিজেপির করা অভিযোগের জবাব দিতে গিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী বিজেপির বিভাজন রাজনীতিকে তুলোধোনা করলন। মমতা বিধানসভায় বললেন, “আমরা আছি বলে বাংলা এখনও শান্ত আছে। বাংলাদেশ এই পরিস্থিতির পরও তার আঁচ রাজ্যে পড়েনি। এটা সর্বধর্ম সমন্বয়ের বাংলা। এটা সব ধর্মের দান। এটা সব জাতির মানুষের দান।” এর পরই শুভেন্দুকে নিশানা করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, “আপনারা তো বর্ডারে গিয়ে উসকেছিলেন। বাংলার মানুষকে উসকেছিলেন। ভুলে গিয়েছিলেন বাংলাটা দেশের মধ্যেই, দেশের বাইরে নয়।”

    মমতার কথায়, “বাংলা গুরুত্বপূর্ণ রাজ্য। সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য।” মুখ্যমন্ত্রী মনে করিয়েছেন, বাংলার সঙ্গে একাধিক রাষ্ট্রের সীমান্ত এলাকা যুক্ত। বাংলা উত্তর-পূর্ব ভারতের প্রবেশপথ। বাংলা সিকিমের প্রবেশপথ। বাংলা ভৌগলিকভাবে গুরুত্বপূর্ণ, ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রীর কথায়, “অভ্যন্তরীণ এবং বৈদেশিক দুই নিরাপত্তার জন্যই বাংলা গুরুত্বপূর্ণ।” মুখ্যমন্ত্রীর দাবি, এ হেন রাজ্যকে ‘উসকানি’ দিয়ে অশান্ত করার চেষ্টা করা হয়েছিল। তৃণমূল কংগ্রেসের সরকার ছিল বলেই সেটা সম্ভব হয়নি।

    মমতা (Mamata Banerjee) এদিন বিধানসভায় দাঁড়িয়ে বললেন, “আমরা আছি বলে দেশের কোনও ব্যাপারে বাংলা প্রশ্ন তোলে না। আপনারা আমায় জঙ্গিদের সঙ্গে মিলিয়ে দিচ্ছেন। আমার মরে যাওয়া ভালো। আমি চাই সব দেশ ভাল থাকুক, বাংলাদেশ ভাল থাকুক।”
  • Link to this news (প্রতিদিন)