• মেদিনীপুর মেডিক্যাল কলেজে সঠিক মানের স্যালাইন দেওয়া হয়েছিল: মমতা
    এই সময় | ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  • মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সঠিক মানের স্যালাইন দেওয়া হয়েছিল, মঙ্গলবার বিধানসভায় দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    গত ৮ জানুয়ারি মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক প্রসূতি মৃত্যুর ঘটনায় উত্তাল হয়েছিল রাজ্য। অসুস্থ হয়ে পড়েন আরও ৩ প্রসূতি। মামনি রুইদাস নামে মৃত প্রসূতির পরিবার হাসপাতালে দেওয়া এক বিশেষ সংস্থার রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইনের গুণমান নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ঘটনার প্রেক্ষিতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটিও গঠন করা হয় স্বাস্থ্য ভবনের তরফে। পাশাপাশি সিআইডিও ঘটনার তদন্ত শুরু করে। এ ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগে সিনিয়র, জুনিয়র-সহ বেশ কয়েকজন চিকিৎসককে সাসপেন্ডও করা হয়েছিল।

    এ বার মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ব্যবহৃত স্যালাইন নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘মেদিনীপুর মেডিক্যাল কলেজে সঠিক মানের স্যালাইন দেওয়া হয়েছে। ল্যাব থেকে সমস্ত সার্টিফিকেট পাওয়ার পরেই স্যালাইন দেওয়া হয়।’

    তিনি অসুস্থ প্রসূতিদের পরিবারের সঙ্গে কথাও বলেছেন বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। গত ১২ ফেব্রুয়ারি এসএসকেএম-এ সেই সময় চিকিৎসাধীন গায়ক প্রতুল মুখোপাধ্যায়কে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই চিকিৎসাধীন ছিলেন অন্য ৩ প্রসূতি। তাঁদের পরিবারের সঙ্গেও কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের চিকিৎসকের সঙ্গেও কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘ওঁরা অনেকটাই ভালো রয়েছেন। আশা করি ওরা ভালো হয়ে যাবে। আমার কথা বলে অনেকটাই স্থিতিশীল মনে হলো।’

  • Link to this news (এই সময়)