• স্নাতকে ভর্তি হোক কেন্দ্রীয় ভাবেই, দাবি সম্মেলনে
    আনন্দবাজার | ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  • স্নাতকে ভর্তি প্রক্রিয়া কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে হোক। ভর্তির মাঝপথে বা কোনও স্তরেই যেন কলেজের হাতে ভর্তি প্রক্রিয়া ছাড়া না হয়। রবিবার পশ্চিমবঙ্গ সরকারি কলেজ শিক্ষক সমিতির বার্ষিক সম্মেলনে এমনই দাবি উঠল।

    এ দিন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্সে অনুষ্ঠিত এই সম্মেলনে কেন্দ্রীয় ভাবে পড়ুয়া ভর্তির উদ্যোগকে সাধুবাদ জানানো হয়। সেই সঙ্গে আগামী শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়ার শেষ পর্যায় কলেজের হাতে ছেড়ে না দেওয়ার দাবি ওঠে। এ ভাবে কলেজের উপরে পড়ুয়া ভর্তির দায়িত্ব ছাড়ার অসুবিধাগুলিও উল্লেখ করা হয়েছে সমিতির বার্ষিক প্রতিবেদনে।

    প্রসঙ্গত, চলতি শিক্ষাবর্ষে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে স্নাতকে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে উচ্চ শিক্ষা দফতর। পরে সেপ্টেম্বরে কলেজের হাতে সেই প্রক্রিয়া ফিরিয়ে দেওয়া হয়। সম্প্রতি উচ্চ শিক্ষা দফতরের সঙ্গে রাজ্যের কলেজগুলির অধ্যক্ষদের একাংশের বৈঠকেও কলেজের হাতে ভর্তির দায়িত্ব না দেওয়ার দাবি উঠেছে।

    এ দিনের সম্মলনে অভিযোগ ওঠে, সরকারি শিক্ষকদের বদলির নির্দেশ, চাকরির স্থায়ীকরণ এবং পদোন্নতি সংক্রান্ত বিষয়ে অচলাবস্থা তৈরি হয়েছে। জাতীয় শিক্ষানীতির বিভিন্ন ‘বিপজ্জনক’ দিকগুলি উল্লেখ করা-সহ কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক এবং উপাচার্য নিয়োগে ইউজিসি-র খসড়া বিধি প্রত্যাহারের দাবিও জানানো হয় সম্মেলনে।

  • Link to this news (আনন্দবাজার)