• কয়লাবোঝাই মালগাড়িতে আগুন, রাতের স্টেশনে চাঞ্চল্য
    এই সময় | ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  • ঝাড়গাম রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি কয়লাবোঝাই মালগাড়িতে আগুন। মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ প্রথম দেখা যায় এই ঘটনা। মালগাড়ির ২টি বগি থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। দ্রুত দমকল এসে আগুন নেভানোর কাজ শুরু করে।

    মঙ্গলবার রাত ৯টা নাগাদ ঝাড়গ্রাম স্টেশনে এসে দাঁড়ায় একটি কয়লাবোঝাই মালগাড়ি। ওই স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছিল মালগাড়িটি। কিছুক্ষণ পরে মালগাড়ির সব বগি খতিয়ে দেখতে বেরোন চালক ও গার্ড। সেই সময়েই মালগাড়ির ৪০ থেকে ৪৫ নম্বর বগির মাঝে ২টি বগির নীচ থেকে ধোঁয়া বেরোতে দেখেন তাঁরা, তখন ঘড়িতে রাত সাড়ে ৯টা বাজে। মালগাড়িটিতে চালক ও গার্ড যাঁরা ছিলেন, তাঁদের সূত্রে জানা গিয়েছে ঘন কালো ধোঁয়া বেরোচ্ছিল। সূত্রের খবর, টাটানগর থেকে ওই মালগাড়িটির দায়িত্ব নিয়েছেন চালক। হলদিয়া যাওয়ার কথা রয়েছে মালগাড়িটির।

    ধোঁয়া দেখেই স্টেশন কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। তাঁরাই দমকলে খবর দেন। দ্রুত দমকল কর্মীরা এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। ঘণ্টাখানেকের চেষ্টা একটি বগির আগুন নেভানো হয়েছে। রাত ১১টার মধ্যেই অন্য বগিটির ধোঁয়া-আগুনও নিয়ন্ত্রণে আনা হয় বলে দমকল সূত্রের খবর। বগির উপরে উঠে পাইপ দিয়ে ভিতরে জল ঢালতে দেখা যায় দমকল কর্মীদের। দমকলের এক আধিকারিক বলেন, ‘২টো বগিতে আগুন, ধোঁয়া বেরোচ্ছিল। এটা হয়ে থাকে। বিপুল পরিমাণ কয়লা থাকে। ঘর্ষণের জন্য এমন হয়ে থাকে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আপাতত বিপদের কিছু নেই।’

  • Link to this news (এই সময়)