বিশেষ ভাবে সক্ষম এক তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বছর সাতান্নর বিজেপি কর্মী। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের সবংয়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৮ জানুয়ারি ওই ঘটনাটি ঘটেছে। অভিযোগের পর থেকে পলাতক ছিল অভিযুক্ত। মঙ্গলবার ভোর রাতে ডেবরা থেকে তাকে পুলিশ গ্রেফতার করে। ধৃতকে মঙ্গলবার দুপুরে মেদিনীপুর আদালতে তোলা হয়েছিল। ২ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে আদালত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতার বয়স তিরিশের কোঠায়। জন্ম থেকেই তিনি বিশেষভাবে সক্ষম। অত্যন্ত দরিদ্র ওই পরিবার। ওই তরুণীর বাবা মারা গিয়েছেন। দিনমজুরি করে সংসার চালান মা। ওই পরিবারটি বিজেপি সমর্থক বলে স্থানীয় সূত্রের খবর। সেই সূত্রেই অভিযুক্ত বিজেপি কর্মীর ওই বাড়িতে দীর্ঘদিন ধরে আসা-যাওয়া ছিল। অভিযুক্ত ওই বিজেপি কর্মীর বাড়িতে স্ত্রী ও ছেলেমেয়ে রয়েছে। অভিযোগ, ২৮ জানুয়ারি নির্যাতিতার মা কাজে বেরিয়ে যাওয়ার পরে দুপুরে ওই বাড়িতে পৌঁছয় অভিযুক্ত। তার পরেই ফাঁকা বাড়িতে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করে বলে অভিযোগ মায়ের। ঘটনার কথা কাউকে জানালে তরুণীকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। পরে মা বাড়ি ফিরলে, মা-কে সবকিছু জানায় ওই তরুণী। এরপরই, নির্যাতিতার মা স্থানীয় বিজেপি নেতাদের বিষয়টি জানালে, বিষয়টি মিটমাট করে নেওয়ার জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ।
শেষ পর্যন্ত ১৭ ফেব্রুয়ারি সবং থানায় নির্যাতিতার মা লিখিত অভিযোগ দায়ের করেন অভিযুক্তের বিরুদ্ধে। ওই ঘটনার পর থেকেই অভিযুক্ত ডেবরার শ্বশুরবাড়িতে পালিয়ে গিয়েছিল বলে অভিযোগ। মঙ্গলবার ভোর রাতে পুলিশ সেখান থেকেই তাকে গ্রেফতার করে। অভিযুক্তের পরিবারের দাবি, চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। বিজেপি-র ঘাটাল সাংগঠনিক জেলার সহ-সভাপতি অমূল্য মাইতি বলেন, ‘ওই ব্যক্তি তৃণমূল করত বলেই জানি। কারণ, ২০২০ সালের ডিসেম্বরে আমি তৃণমূলে ছিলাম। সেই সময় ও তৃণমূল করত। বিজেপি-তে কোনওদিন দেখিনি।’ ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপি-র সভাপতি তন্ময় দাস বলেন, ‘আমি খোঁজ নিয়ে দেখব। এখনও পর্যন্ত এই বিষয়ে কিছুই জানি না।’ সবং ব্লক তৃণমূলের সভাপতি আবু কালাম বক্স বলেন, ‘ওই ব্যক্তি এলাকার সক্রিয় বিজেপি কর্মী। ওদের মণ্ডল কমিটিতেও আছে। অমূল্য মাইতির সঙ্গে একাধিক মিছিলে দেখা গিয়েছে।’
জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, ‘অভিযোগ পাওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে।’