• ডিভোর্সের আগের রাতে স্ত্রীকে গুলি করে খুন, স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ ...
    আজকাল | ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: স্ত্রীকে গুলি করে খুন করেছিল স্বামী‌‌। বিচারে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। নদিয়ার হাঁসখালির বাসিন্দা স্বামী ত্রিশূল বিশ্বাসকে সোমবার তার স্ত্রী সুজাতা বিশ্বাসকে (২৬) খুনের দায়ে দোষী সাব্যস্ত করে নদিয়ার রানাঘাট আদালত। মঙ্গলবার তাকে সাজা শোনানো হয়। 

    জানা গিয়েছে, ত্রিশূল ও সুজাতা বিশ্বাসের দেখাশোনা করে বিয়ে হয়েছিল। তাঁদের দু'টি কন্যা সন্তানও আছে। পরবর্তী সময়ে দাম্পত্য কলহের জেরে রানাঘাট আদালতে ডিভোর্সের মামলা রুজু হয়। ২০২২ সালের ১৪ জুলাই রাতে সুজাতা খুন হন। তার পরেরদিন ছিল ওই মামলার শেষ শুনানি। তার আগের রাতে স্ত্রীকে গুলি করে খুন করে ত্রিশূল। ওইদিন রাতে সুজাতা বিশ্বাসের বাপের বাড়িতে ছোট মেয়েকে বাইকে করে পৌঁছে দিতে এসেছিল ত্রিশূল। ঘর থেকে স্ত্রী বেরোতেই সে গুলি চালায়। গুরুতর আহত সুজাতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার সাক্ষী ছিলেন সুজাতার ছোট বোন। যখন সুজাতা ঘর থেকে বেরিয়েছিলেন তখন তিনি ছিলেন ঠিক তাঁর পিছনেই। 

    তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে। রানাঘাট ফাস্ট ট্র্যাক আদালতে এই মামলার বিচার হয়। শুনানি এবং সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হওয়ার পর আদালত ত্রিশূল বিশ্বাসকে দোষী সাব্যস্ত করে। মঙ্গলবার তাকে সাজা শোনানো হয়।
  • Link to this news (আজকাল)