সাপের কামড় খেয়েও হাসপাতালে বসে পরীক্ষা দিল মাধ্যমিক পরীক্ষার্থী ...
আজকাল | ১৯ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সাপের কামড় খেয়েও হাসপাতালে বসে পরীক্ষা দিল এক মাধ্যমিক পরীক্ষার্থী। অসুস্থ ওই পরীক্ষার্থীর নাম, শিখা বিশ্ব শর্মা। কোচবিহারের এমজেএন মেডিক্যাল কলেজে ভর্তি সে। মঙ্গলবার হাসপাতালের বেডে বসেই সে পরীক্ষা দেয়।
জানা গিয়েছে, কোচবিহারের ফালাকাটার ছোট শালকুমার গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ওই ছাত্রী সোমবার পরীক্ষার পর বাড়ি ফেরে। রাত আটটা নাগাদ তাকে একটি সাপ কামড়ায়। পরিজনরা প্রথমে তাকে ফালাকাটা সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় কোচবিহারের এমজেএন মেডিক্যাল কলেজে তাকে ভর্তি করা হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন সে।
এরপর তার বাড়ির লোক স্কুলের শিক্ষকদের জানান, শিখা পরীক্ষা দিতে চায়। সেইমতো হাসপাতালেই তার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়। শিখা জানায়, 'আজ ভুগোল পরীক্ষা ছিল। স্কুল শিক্ষকদের সহযোগিতায় আমি পরীক্ষা দিতে পেরেছি। এখন আমার শরীর কিছুটা ভাল আছে।' ছাত্রীর মা জয়ন্তী বিশ্ব শর্মা জানিয়েছেন, 'এদিন হাসপাতালে বসেই মেয়ে পরীক্ষা দিয়েছে।'