• পুর্ণ্যার্থী বোঝাই পিক আপ ভ্যান ধাক্কা মারল ট্রলারে, মৃত ১, আহত ২৪...
    আজকাল | ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ট্রেনে টিকিট মেলেনি। জেনারেল কামরায় খুব ভিড়। ওঠা যায়নি। তাই রায়গঞ্জ থেকে পিকআপ ভ্যান ভাড়া করে কুম্ভস্নান করতে গিয়েছিল ২৫ জন পুণ্যার্থীর একটি দল। সেখান থেকে ফেরার পথে বিহারের গোপালগঞ্জে দুর্ঘটনা ঘটে। 

    বাংলা থেকে যাওয়া পুর্ণ্যার্থী বোঝাই পিক আপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল ট্রলারে। ঘটনার জেরে এক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে, আহত আরও ২৪ জন। মৃতের নাম শান্তি মন্ডল। বাড়ি উত্তর দিনাজপুরের ডালখোলায়। 

    আহতরা উত্তরবঙ্গের বিভিন্ন হাসপাতালে ভর্তি। গুরুতর আহত একজনকে আনা হয় কলকাতায়। এখানে নিয়ে এসে আর জি কর হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয় আহত সীমা ঢালিকে। কোমর এবং পায়ের হাড় ভেঙেছে তাঁর। আরজি করে অস্ত্রোপচার করা হয়েছে। এখন তিনি খানিকটা সুস্থ রয়েছেন বলেই খবর মিলেছে। 
  • Link to this news (আজকাল)