আজকাল ওয়েবডেস্ক: ধেয়ে আসছে প্রবল ঝড়বৃষ্টি। ইতিমধ্যে জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। আইএমডি সূত্রে জানা গিয়েছে প্রবল ঝড়বৃষ্টি হবে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে। বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার ঝোড়ো হাওয়া। সকল এলাকাবাসীকে নিজেদের ঘরে থাকতে অনুরোধ করা হয়েছে।
বিগত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন অংশে গরমের দাপট দেখা গিয়েছে। সেখান থেকে দেখতে হলে বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস। সেইমতো আইএমডির পাশে থেকে একই বার্তা দিল আলিপুর হাওয়া অফিস। তারা জানিয়ে দিয়েছে আগামী কয়েক ঘন্টার মধ্যে ধেয়ে আসছে প্রবল ঝড়।
দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির কাছে রয়েছে। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২০ ডিগ্রি কাছে। বিগত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে গরম পরিবেশ তৈরি হয়েছিল সেখান থেকে খানিকটা মুক্তি পাওয়ার আশা দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
দেশের বিভিন্ন রাজ্যে ফের একবার আবহাওয়াতে বড় বদল আসতে চলেছে। আইএমডি-র মতে, পশ্চিম দিক থেকে যে বাতাস আসছে সেখানে প্রচুর জলীয় বাষ্প রয়েছে। ফলে সেখান থেকে দেশের বিভিন্ন রাজ্যে বৃষ্টি হবে। ফলে শীতের শেষ এবং গরমের শুরুতে এই বৃষ্টি নতুন করে মাথাব্যথা তৈরি করবে।
হাওয়া অফিস জানিয়েছে অরুণাচল প্রদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। শনিবার থেকে এই বৃষ্টিপাত শুরু হয়ে বৃহস্পতিবার পর্যন্ত চলবে। পাশাপাশি সেখানে তুষারপাতও সমান হারে চলবে। সারাদিন ধরে ঝোড়ো বাতাস বইবে উত্তরপ্রদেশের বিভিন্ন অংশে। ফলে সেখানেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হবে।