• 'বাংলার মাটি-বাংলার জল' গানের কোন স্তবক রাজ্য সঙ্গীত? জানিয়ে নির্দেশিকা জারি মুখ্যসচিবের
    আজকাল | ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছেন যে, রাজ্য সঙ্গীত হিসাবে রবীন্দ্রনাথের লেখা 'বাংলার মাটি, বাংলার জল' গানটির কোন স্তবকটি গাওয়া হবে। এছাড়াও কত সময়ের মধ্যে সেটি গাওয়া সম্পূর্ণ করতে হবে তাও উল্লেখ করা রয়েছে। রাজ্য সঙ্গীত চলাকালীন উঠে দাঁড়ালে ভাল বলেও উল্লেখ করা রয়েছে নির্দেশিকায়।

    মুখ্যসচিবের নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, রাজ্য সঙ্গীত হিসাবে গাওয়া হবে, 'বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল- পুণ্য হউক, পুণ্য হউক, পুণ্য হউক হে ভগবান। বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন- এক হউক, এক হউক, এক হউক হে ভগবান।' এক মিনিটের মধ্যে সম্পূর্ণ করতে হবে রাজ্য সঙ্গীত।

    পয়লা বৈশাখকে 'রাজ্য দিবস' এবং রবীন্দ্রনাথ রচিত  'বাংলার মাটি, বাংলার জল' গানটি হবে পশ্চিমবঙ্গের 'রাজ্য সঙ্গীত' হবে বলে ২০২৩ সালে বিধানসভায় প্রস্তাব পাশ হয়। কিন্তু, সেই বছর ডিসেম্বরেই বিতর্ক তৈরি হয়। মূল গানের শব্দ বদল ঘিরে শোরগোল পড়ে যায়। সেই বিতর্কের অবসান হল মুখ্যসচিব মনোজ পন্থ নির্দেশিকায়। 

    বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় রবীন্দ্রনাথ ঠাকুর 'বাংলার মাটি, বাংলার জল' গানটি লিখেছিলেন।
  • Link to this news (আজকাল)