• ময়নাগুড়িতে কোঅপারেটিভ সংস্থায় পচে নষ্ট হল সরকারি চাল! চাঞ্চল্য
    বর্তমান | ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা,ময়নাগুড়ি: ময়নাগুড়িতে বার্নিশ সমবায় কৃষিজ বিপণন সমিতি লিমিটেডের চত্বর থেকে উদ্ধার হল পচে যাওয়া বস্তা বন্দি সরকারি চাল। আর এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার ব্যাপক চাঞ্চল্য ছড়াল ময়নাগুড়ি শহরে। কো-অপারেটিভ সংস্থা সূত্রে খবর, এই চালগুলি জিআরএর। এক বছর আগে এই চালের বস্তাগুলি এসেছিল। কিন্তু, কীভাবে দরিদ্র শ্রেণিকে লোকজনদের দেওয়ার চাল বারান্দায় পচা অবস্থায় পড়ে রয়েছে, তা নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন উঠতে শুরু করেছে।


    বার্নিশ কো অপারেটি সংস্থার অবশ্য দাবি, তারা এই চালের বিষয় নিয়ে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে জানিয়েছিলেন। তবে এই বিষয় নিয়ে বিডিও প্রসেনজিৎ কুণ্ডু বলেন, "চাল নষ্ট হয়ে রয়েছে সেটা আমার জানা নেই। যদি নষ্ট হয়ে থাকে সেই বিষয়টি আমাদের জানানো উচিত ছিল। যেগুলি বস্তা নষ্ট হয়েছে তার ভর্তুকি কিন্তু এই সংস্থাকে দিতে হবে। কারণ তারা জিআর বিলি করে।"


    ময়নাগুড়ির বাসিন্দা অধীর বর্মন বলেন, "দীর্ঘদিন ধরে বারান্দায় থেকে চালগুলি নষ্ট হয়ে গিয়েছে। এগুলি দুঃস্থদের দেওয়ার জন্য সরকারি চাল। এর আগে ব্লক প্রশাসনের পক্ষ থেকে এক সপ্তাহের মধ্যে এই চাল পরিবর্তন করার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু, তা এখনও কার্যকর হয়নি।
  • Link to this news (বর্তমান)