জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পূর্বাভাস ছিলই। শীতের বিদায়বেলায় হঠাত্ বৃষ্টি, সঙ্গে ঝোড়া হাওয়া! লাইনের গাছের ডাল ভেঙে ব্য়াহত ট্রেন চলাচল। খড়গপুরে স্টেশনে আটকে করমণ্ডল এক্সপ্রেস।
স্থানীয় সূত্রে খবর, ঘড়িতে ততক্ষণে ৮টা বেজে গিয়েছে। আজ, মঙ্গলবার সন্ধ্যায় ঝড়বৃষ্টি শুরু হয় খড়গপুর ও লাগোয়া এলাকায়। কিছুক্ষণ নামে শিলাবৃষ্টি। ঝড়ের কারণে প্রচুর গাছপালা ভেঙেছে। রেলের তরফে জানানো হয়েছে, খড়্গপুর এলাকায় বজ্রপাত এবং শিলাবৃষ্টির কারণে কলাইকুন্ডা, নিমপুরা, হিজলি, গোকুলপুর এলাকায় ওএইচই (ওভারহেড ইকুইপমেন্ট) অচল হয়ে যায়। ফলে আটকে পড়ে ট্রেন। শেষ খবর অনুযায়ী. লাইন মেরামতির পর আপাতত পরিষেবা স্বাভাবিক।
ব্য়াপক শিলাবৃষ্টি হয়েছে ঝাড়গ্রামের সাকরাইল ব্লকেও। এতটাই যে, বনপুরারোহিনী সহ পার্শ্ববর্তী এলাকায় বরফের আস্তরণ পড়ে যায়। । বনপুরা এলাকায় একাধিক এসবেসটাসের ঘর ভেঙেছে। কোনওরকমে পালিয়ে বেঁচেছেন পরিবারের সদস্য়রা। অজ্ঞান হয়ে যান একজন।
এদিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কোথাও কোথাও বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টিও হতে পারে! হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও।