ফের কলকাতায় রহস্যমৃত্যু। একই পরিবারের তিন জনের দেহ উদ্ধার। বুধবার সকালে ট্যাংরার অতুল সুর রোড এলাকায় একটি বাড়ি থেকে দুই মহিলা ও এক নাবালকের দেহ উদ্ধার হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, তিন জনেরই হাতের শিরা কাটা ছিল। তিন জনেই আত্মহত্যা করেছেন নাকি তাঁদেরকে হত্যা করা হয়েছে সে ব্যাপারে এখনও নিশ্চিত নয় পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছেন লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকেরা। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এলাকাবাসীদের বক্তব্য, ওই পরিবারে কোনওরকম অশান্তি বা অস্থিরতার কোনও বিষয় লক্ষ্য করা যায়নি।