• অকালবৈশাখী, ঝড়-শিলাবৃষ্টিতে লন্ডভন্ড খড়গপুর
    এই সময় | ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  • মাঠজুড়ে ঘাসের উপরে পুরু সাদা আস্তরণ। খড়গপুর আইআইটি-তে কি বরফ পড়ল? ছবি দেখে চমকে উঠতে পারেন অনেকেই। ছবিটা আসলে তুমুল শিলাবৃষ্টির পরের দৃশ্য। মঙ্গলবার রাতে মাত্র কয়েক মিনিটের অকাল-ঝড়ে রীতিমতো লন্ডভন্ড হলো খড়গপুর। স্টেশন, হাসপাতাল-সহ খড়গপুর শহরের অনেক জায়গায় ভেঙে পড়ে গাছ। ফাল্গুনে প্রকৃতির এই রুদ্ররূপ দেখে রীতিমতো শিউরে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার সকাল থেকেই রাস্তাঘাট পরিষ্কার করতে তৎপরতা শুরু হয়েছে।

    মঙ্গলবার রাত সাড়ে ৮টা নাগাদ খড়গপুরে আচমকাই শুরু হয় ঝড়, সঙ্গে তুমুল শিলাবৃষ্টি। শহরের একাধিক এলাকায় ভেঙে পড়ে বড় বড় গাছ। ভেঙে যায় হোর্ডিং, বিলবোর্ড। খড়্গপুর স্টেশন, মহকুমা হাসপাতাল এবং খড়গপুর আইআইটি সংলগ্ন এলাকায় ঝড়ের দাপট ছিল সবচেয়ে বেশি, স্থানীয় প্রশাসন সূত্রে খবর এমনটাই।

    মঙ্গলবার রাতে খড়গপুর স্টেশন ছেড়ে মাত্র ৫০ মিটার এগোতেই করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিনের প্যান্টোগ্রাফের উপরে পড়ে যায় একটি গাছ। এই কারণে প্রায় এক ঘণ্টা দাঁড়িয়েছিল এক্সপ্রেসটি। এছাড়াও প্রবল ঝড়ের দাপটে ওই সময়ে আটকে যায় জগন্নাথ এক্সপ্রেস, রানি শিরোমণি এক্সপ্রেস-সহ একাধিক লোকাল ট্রেনও। প্রায় ঘণ্টাখানেক ব্যাহত ছিল রেল চলাচল। রাত ১০টা নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে রেল সূত্রে খবর।

    এই শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় খড়গপুরের ২৭ নম্বর ওয়ার্ডে জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকারের কার্যালয়ও। একটি গাছ তাঁর কার্যালয়ের সামনে ভেঙে পড়ে। ওই ওয়ার্ডের কাউন্সিলার রোহন দাস বলেন, ‘ঝড়ে আমাদের ওয়ার্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।’

    অন্যদিকে, শিলাবৃষ্টির জন্য পুরু সাদা আস্তরণ রাস্তাঘাটে। সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন অনেকেই। খড়গপুর আইআইটির ক্যাম্পাসের মধ্যে সেই ছবিই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

  • Link to this news (এই সময়)