আমতায় প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা ...
আজকাল | ১৯ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: হাওড়ার আমতায় প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। রাত থেকে লাগা আগুন সকালেও নিয়ন্ত্রণে আনতে পারল না দমকল। আজ সকাল ৮টায় দমকলের তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ধিকিধিকি আগুন এখনও জ্বলছে এমনটাই জানা যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমতা নতুন রাস্তার মোড়ের কাছে মঙ্গলবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আমতা থানার পুলিশ। খবর দেওয়া হয় উলুবেড়িয়া দমকল কেন্দ্রে। দমকলের তিনটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও সকাল অবধি আগুন জ্বলছে। তবে ধীরেধীরে আগুন নিয়ন্ত্রণে আসছে। এই এলাকায় দমকলের দপ্তর না থাকায় বারেবারে আগুন লেগে প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে।
আমতা থানার এক আধিকারিক বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের একাধিক ইঞ্জিন কাজ করে। পরিস্থিতির দিকে কড়া নজর রাখা হয়েছে। ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে! দমকলের এক কর্তা বলেন, কারখানায় দ্রাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারখানার সর্বত্র। আগুন নিয়ন্ত্রণে এসেছে। কী কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখে জানা যাবে।
স্থানীয়দের দাবি, এলাকায় দ্রুত দমকলের কেন্দ্র গড়া হোক। এখানে প্রচুর কারখানা রয়েছে। কিন্তু আগুন লাগলে উলুবেড়িয়া থেকে দমকলের ইঞ্জিন আসতে আসতে পুড়ে খাক হয়ে যায়। প্রশাসন আমতায় দমকল কেন্দ্র গড়ুক।