শান্তিনিকেতনে হারিয়ে যাচ্ছে ঐতিহ্য, এবার ভাঙা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি
আজকাল | ১৯ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: শান্তিনিকেতনের একের পর এক ঐতিহ্যবাহী স্থাপনা হারিয়ে যাচ্ছে। এবার ভাঙা হচ্ছে কবিগুরুর ভাইপো, প্রখ্যাত চিত্রশিল্পী ও লেখক অবনীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত বাড়ি। ‘অবনপল্লী’ নামে পরিচিত এই জায়গায় তাঁর ছেলে অলকেন্দ্রনাথ ঠাকুর বাড়িটি নির্মাণ করেছিলেন। যেখানে কিছুদিন বসবাস করেছিলেন অবনীন্দ্রনাথ নিজেও।
দীর্ঘদিন ধরে বাড়িটি তালাবন্ধ ছিল। মাঝে মাঝে নাতি অমিতেন্দ্রনাথ ঠাকুর এখানে আসতেন। তবে হঠাৎ করেই বাড়ি ভাঙার কাজ শুরু হয়েছে। যা ঘিরে শান্তিনিকেতনের আশ্রমিক ও অধ্যাপকদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, জমি মাফিয়াদের দৌরাত্ম্যে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী স্থাপনা ধ্বংস হচ্ছে। ইতিপূর্বে ইন্দিরা দেবী চৌধুরানির বাড়িও একইভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
বিশ্বভারতীর প্রাক্তন অধ্যাপক সুব্রত সেন মজুমদার বলেন, “শিক্ষার আদর্শস্থল শান্তিনিকেতন এখন রিসর্ট ও হোটেলে ভরে যাচ্ছে। অবনীন্দ্রনাথের বাড়ি ভাঙা হৃদয়বিদারক।”
এখানে বহুতল নির্মাণের পরিকল্পনা থাকলেও, কীভাবে অনুমতি দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন উঠছে। স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। অবনীন্দ্রনাথের মতো কিংবদন্তি শিল্পীর স্মৃতি মুছে ফেলার ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছে শান্তিনিকেতনবাসী।