• ইএম বাইপাসে মেট্রোর পিলারে ধাক্কা মেরে দুমড়েমুচড়ে গেল গাড়ি, এক নাবালক-সহ আহত তিন জন
    আজকাল | ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ফের পথদুর্ঘটনা কলকাতায়। ইএম বাইপাসে ভয়াবহ দুর্ঘটনা বুধবার সাতসকালে। মেট্রোর পিলারে ধাক্কা মারল একটি চার চাকা গাড়ি। এই ঘটনায় এক নাবালক-সহ তিনজন যাত্রী আহত হয়েছেন। বর্তমানে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে গড়ফা থানার পুলিশ।

    পুলিশ সূত্রে খবর, বুধবার ভোর চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। অভিষিক্তা থেকে রুবির দিকে আসছিল গাড়িটি। কিন্তু আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ইএম বাইপাসের উপর কবি সুকান্ত মেট্রো স্টেশনের পিলারে ধাক্কা মারে। গাড়িটির সামনের অংশ সম্পূর্ণভাবে দুমড়েমুচড়ে গিয়েছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় তিনজন আহত হয়েছেন। তাঁদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

    গাড়িটিকে আটক করেছে গড়ফা থানার পুলিশ। গাড়িটির চালক মদ্যপ ছিলেন কি না তা এখনও পরিষ্কার নয়। খতিয়ে দেখছে পুলিশ। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। 
  • Link to this news (আজকাল)