হাতে শিরা কাটা, ট্যাংরায় ১ কিশোরী ও ২ মহিলার রক্তাক্ত দেহ উদ্ধারে রহস্য
আজ তক | ১৯ ফেব্রুয়ারি ২০২৫
কলকাতায় রহস্যমৃত্যু। একই পরিবারের ৩ জনের দেহ উদ্ধার ঘিরে রহস্য ঘনাল। ১ কিশোরী ও ২ মহিলার দেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের হাতের শিরা কাটা রয়েছে। জানা গিয়েছে,ওই পরিবারের ৬ সদস্য আত্মহত্যার চেষ্টা করেন। পুলিশের দাবি, অভিষিক্তার কাছে একটি দুর্ঘটনা ঘটে। আহত ৩ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওই ৩ জনও আত্মহত্যার চেষ্টা করেন। তাঁরাই বয়ানে জানান ট্যাংরায় বাড়িতে ৩ জনের দেহ রয়েছে। সেই মতো ট্যাংরার ওই বাড়িতে গিয়ে ৩ জনের দেহ উদ্ধার করা হয়। কী কারণে মৃত্যু, তা স্পষ্ট নয়। আত্মহত্যা নাকি মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলে রয়েছে ট্যাংরা থানার পুলিশ।
খবর পেয়ে ঘটনাস্থলে যান কলকাতার পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ কুমার। তিনি বলেন, '৩টে ১৫ মিনিটে দুর্ঘটনা হয়। ৩ জন হাসপাতালে ভর্তি। তাঁরাও আত্মহত্যার চেষ্টা করেন। তাঁদের মধ্যে একজন জানিয়েছেন, ৩ মহিলা আত্মহত্যা করেছেন খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে। ওই দুর্ঘটনার সঙ্গে ট্যাংরার ঘটনার যোগ রয়েছে। আর্থিক ক্ষতি হয়েছে, তার জন্য এমন ঘটনা হয়ে থাকতে পারে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।'দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ বাহিনী।
সম্প্রতি কলকাতায় একের পর এক অপরাধের ঘটনা প্রকাশ্যে এসেছে। কিছু দিন আগে নিউটাউনে ছাত্রীকে ধর্ষণ-খুনের অভিযোগ উঠেছে। নিউটাউনে আরও একটি ঘটনা ঘিরে শোরগোল পড়ে। অফিসে ছুটি নিয়ে বিবাদের জেরে সহকর্মীদের ওপর ছুরি নিয়ে হামলার অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। জানা যায়, সেখানকার কারিগরি ভবনের সরকারি কর্মী ওই ব্যক্তি। তাঁকে ছুরি হাতে রাস্তায় হাঁটতে দেখা যায়। বলতে শোনা যায়, 'আমার মাথা ঠান্ডা ছিল, ওরাই…'। তিনি আশেপাশের কয়েকজন পুলিশ ও নিরাপত্তা রক্ষীকে আঘাত করেন বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা যায়, ওই ব্যক্তি মানসিক সমস্যায় ভুগছেন। প্রাথমিক তদন্তে তাঁর আচরণ ও বাক্যভঙ্গিতে মানসিক অস্থিরতার স্পষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে। ঘটনার নেপথ্যে ছুটির বিবাদ নিয়ে কর্মক্ষেত্রে সমস্যা থাকার পাশাপাশি, সামাজিক ও মানসিক চাপেরও ভূমিকা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। কয়েক দিন আগে, সেন্ট্রাল অ্যাভিনিউতে একটি বাড়িতে লুঠের অভিযোগ উঠেছে।