• দুর্যোগ ঘনাচ্ছে, রবিবার পর্যন্ত কোন কোন জেলায় কতটা বৃষ্টি? পূর্বাভাস
    আজ তক | ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  • আজ সকাল থেকেই মেঘলা আকাশ কলকাতা ও সংলগ্ন এলাকাগুলিতে। হাওয়া অফিস বলছে এদিন থেকেই বৃষ্টি হবে কলকাতা-সহব একাধিক জেলাতে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, চলতি সপ্তাহ জুড়েই উত্তর ও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ পাশাপাশি দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা রয়েছে ৷ তাই  বাইরে বেরোলে সঙ্গে ছাতা রাখার পরামর্শ দিচ্ছেন আবহবিদরা। আগামী কয়েকদিন রাজ্যের সমস্ত জেলার আবহাওয়া কেমন থাকতে চলেছে? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

    দক্ষিণবঙ্গে কবে কোন জেলায় বৃষ্টি?
    দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টি  চলবে রবিবার পর্যন্ত। বৃহস্পতিবার ও শনিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।

    উত্তরবঙ্গের আবহাওয়া

    কেন এই বৃষ্টি?
     বসন্তের শুরুতেই বর্ষার আবহা বাংলায়। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।  যা চলবে রবিবার পর্যন্ত।  তবে আগামী সপ্তাহের সোমবার দক্ষিণবঙ্গে কোনও জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে বৃষ্টিপাত এবং তুষারপাতের পূর্বাভাস রয়েছে।

    কলকাতার আবহাওয়া
    বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে। সকাল থেকেই কলকাতায় মেঘলা আকাশ। এদিন  বিক্ষিপ্তভাবে কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।  রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে। বৃহস্পতিবার  ও শনিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। বিক্ষিপ্তভাবে টানা চার দিন বৃষ্টি হলেও তাপমাত্রার বড়সড় পরিবর্তন হবে না। সর্বনিম্ন তাপমাত্রা নতুন করে উল্লেখযোগ্যভাবে কমার সম্ভাবনা নেই বলে মনে করছেন আবহাওয়াবিদরা। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। 
  • Link to this news (আজ তক)