• 'কেজরিওয়ালের মতোই অবস্থা হবে' মমতার মৃত্যুকুম্ভ মন্তব্যের তীব্র সমালোচনা সাধু-সন্তদের
    আজ তক | ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  • পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভকে 'মৃত্যুকুম্ভ' বলায় কড়া প্রতিক্রিয়া জানাল সন্ত সমাজ। মমতার এই বক্তব্যকে সনাতন ধর্মের অবমাননা বলে অভিহিত করেছে তারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছেন সাধুরা। শ্রী পঞ্চায়েতি আখড়া মহানির্বাণীর জাতীয় সেক্রেটারি মহন্ত যমুনা পুরী বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে দায়িত্বশীল পদে আছেন সেখানে এমন বিবৃতি দেওয়া তাঁর পক্ষে উপযুক্ত নয়। তিনি বলেন, 'প্রয়াগরাজ হল মহাকুম্ভ অমৃত পর্ব, যার দেবত্ব ও মহিমা গোটা বিশ্ব দেখেছে। তাঁরা যেন মহাকুম্ভের নামে এমন অবমাননাকর শব্দ ব্যবহার না করেন।'

    পঞ্চদশনাম আবাহন আখড়ার আচার্য মহামণ্ডলেশ্বর স্বামী অরুণ গিরি তৃণমূল কংগ্রেস (টিএমসি) সুপ্রিমোর বক্তব্যের তীব্র সমালোচনা করে বলেছেন, 'পশ্চিমবঙ্গ হিন্দু সনাতনীদের জন্য মৃত্যু রাজ্যে পরিণত হচ্ছে। নির্বাচনের সময় হাজার হাজার সনাতনীদের গণহত্যা করা হচ্ছে এবং লাখ লাখ হিন্দুকে পালাতে বাধ্য করা হচ্ছে। উত্তরপ্রদেশ নয়, মমতার নিজের রাজ্য নিয়ে চিন্তা করা উচিত। মহা কুম্ভ আয়োজনের জন্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সারা বিশ্ব থেকে প্রশংসা পেয়েছেন। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন তিনি।'

    মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সনাতন ধর্মের অবমাননা

    নির্মোহী আনি আখড়ার সভাপতি মহন্ত রাজেন্দ্র দাস বলেছেন, 'প্রয়াগরাজ মহা কুম্ভ শীর্ষে সনাতন ধর্মের দেবত্ব প্রতিষ্ঠা করেছে। তিনি মহাকুম্ভকে মূল্যায়ন করেন কারণ তিনি সর্বদা সনাতন এবং এর প্রতীককে অপমান করেছেন। এই ধরনের বিবৃতি দিয়ে, তিনিও অরবিন্দ কেজরিওয়ালের পথ অনুসরণ করছেন এবং একই পরিণতি (কেজরিওয়ালের মতো) তাঁর জন্যও অপেক্ষা করছে।'

    মমতার বক্তব্য তাঁর মানসিকতাকে প্রতিফলিত করে

    মহামণ্ডলেশ্বর ঈশ্বর দাস মহারাজ বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তাঁর সনাতন ধর্মের বিরুদ্ধে মানসিকতার প্রতিফলন ঘটায়। টিএমসি সুপ্রিমো সর্বদা সনাতনের বিরোধিতা করেছেন এবং পশ্চিমবঙ্গকে আরেকটি বাংলাদেশ বানাতে চান।' অযোধ্যা হনুমান গড়ি মন্দিরের মহন্ত রাজু দাস এই মন্তব্যকে দুর্ভাগ্যজনক বলেছেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমা চাওয়া উচিত।

    মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই মহা কুম্ভে এসে দেখে যান

    অল ইন্ডিয়া সন্ত সমিতির জাতীয় সাধারণ সম্পাদক স্বামী জিতেন্দ্রানন্দ সরস্বতী বলেছেন, 'সন্ত সমাজ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র নিন্দা করে। মহাকুম্ভ সনাতন সংস্কৃতি ও বিশ্বাসের প্রতীক।' স্বামী অধোক্ষজানন্দ দেব তীর্থ বলেছেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রয়াগরাজ মহা কুম্ভে ঘুরে যাওয়া উচিত। মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলা অত্যন্ত নিন্দনীয়, যেখানে ৫০ কোটিরও বেশি সনাতনীরা পুণ্য অর্জন করেছেন এবং ঐশ্বরিক অভিজ্ঞতা অর্জন করেছেন।'

    মঙ্গলবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় যোগী সরকারকে সরাসরি আক্রমণ করে বললেন, 'মহাকুম্ভ আমি আর নাই বা বললাম। ওটা তো এখন মৃত্যুকুম্ভ হয়ে গিয়েছে। মৃত্যুকূপের মতো। আমি মহাকুম্ভকে সম্মান করি। শ্রদ্ধা জানাই পবিত্র গঙ্গা মাকে। কিন্তু প্ল্যানিং না করে এত হাইপ তুললেন? এত লোকের মৃত্যু! বললেন ৩০ জন। কথাটা সঠিক? কত ডেডবডি নদীতে ভাসিয়ে দিয়েছেন? কত হাজার হাজার ডেডবডি। ৮ বার আগুন লেগেছে।'
  • Link to this news (আজ তক)