টানা ৬ দিন ঝড়-বৃষ্টি চলবে, কোন কোন জেলায় শিল পড়তে পারে?
আজ তক | ১৯ ফেব্রুয়ারি ২০২৫
শীতের বিদায় বেলায় ভিজছে বাংলা। মঙ্গলবার থেকেই বাংলায় আবহাওয়ার বিরাট পরিবর্তন হয়েছে। বঙ্গোপসাগরে ঘূর্ণবাতের কারণে মঙ্গলবার রাতেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড় বৃষ্টি হয়েছে। খড়গপুর সহ পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টিও হয়েছে। ঝড়ের কারণে প্রচুর গাছপালা ভেঙেছে। গাছের ডাল ভেঙে রেললাইনে পড়ায় ট্রেন চলাচলে আংশিক প্রভাব পড়ে। করমণ্ডল এক্সপ্রেস দাঁড়িয়ে যায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে গোটা রাজ্যেই। বজ্রপাত ও শিলাবৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার দক্ষিণবঙ্গে সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান জেলাতে বৃষ্টি বেশি হতে পারে। বৃহস্পতিবার দক্ষিণের সব জেলায় বৃষ্টি হতে পারে। কয়েকটি জেলায় অন্য জেলাগুলির তুলনায় বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। কলকাতায় বুধবার থেকে রবিবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী পাঁচদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত বৃষ্টি হতে পারে। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকা ও সিকিম সংলগ্ন এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনাও থাকছে। যদিও আগামী পাঁচ দিনে রাজ্যের কোথাও সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই। মঙ্গলবার আবহাওয়ার বদল হতে পারে।