শিশুদের অঙ্ক ও বিজ্ঞানে পারদর্শী করতে বিশেষ প্রদর্শনী সিনি’র
বর্তমান | ১৯ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মুর্শিদাবাদ জেলার পিছিয়ে পড়া ছেলেমেয়েদের অঙ্ক ও বিজ্ঞান বিষয়ে পারদর্শী করতে বিশেষ উদ্যোগ নিল চাইল্ড ইন নিড ইন্সটিটিউট(সিনি)। বহরমপুর শহরের শক্তি মন্দির ক্লাব প্রাঙ্গণে জেলার প্রতিটি ব্লক থেকেই হাজির হয় হাজার খানেক পড়ুয়া। অঙ্ক-বিজ্ঞান মডেলের প্রদর্শনীর আয়োজন করে সিনি। যারা সহপাঠীদের তুলনায় পড়াশোনায় কিছুটা পিছিয়ে পড়া, এই অঙ্ক-বিজ্ঞান প্রদর্শনী তাদের প্রতিভাকে বিকশিত করতে সাহায্য করবে বলে আশাবাদী উদ্যোক্তারা। এদিন ৫৩জন শিশুকে স্কলারশিপ দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে দক্ষ শিশুদের পুরস্কৃত করা হল।
মঙ্গলবার দুপুরে স্বেচ্ছাসেবী সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানাতে জেলা প্রশাসনের তরফে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অব স্কুল নারায়ণ কবিরাজ, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রটেকশন অফিসার অর্জুন দত্ত, চাইল্ড হেল্প লাইনের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর দেবিকা ঘোষাল প্রমুখ উপস্থিত ছিলেন। নারায়ণবাবু বলেন, বাচ্চাদের এমন সুযোগ করে দেওয়ার জন্য সিনিকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দরভাবে পড়ুয়ারা হাতের কাজকে তুলে ধরতে পেরেছে এবং অনেক কিছু শিখতে পেরেছে।
সিনির তরফে জয়ন্ত চৌধুরী বলেন, মুর্শিদাবাদ জেলায় প্রায় ১৩ বছর ধরে সিনি, ইম্প্যাক্ট ও একটি বেসরকারি সংস্থা মেলবন্ধন করে এই কাজ করছে। জেলায় আমাদের লার্নিং সেন্টারে ১২৩০ জন বাচ্চা আছে। তারা এদিন তাদের শিক্ষক-শিক্ষিকাদের উদ্যোগে অঙ্ক ও বিজ্ঞানের মডেল প্রস্তুত করে। যা আজ তারা প্রদর্শনী মাধ্যমে তুলে ধরল। সোলার সিস্টেম, দিন রাত্রি, ভলক্যানো, ওয়াটার পলিউশন, যোগ বিয়োগ, ভগ্নাংশ ইত্যাদি মডেল প্রদর্শিত হয়েছে। আগামী দিনে এই বাচ্চারা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে, সেই উদ্দেশ্যেই এই উদ্যোগ।
সহযোগী সংস্থা ইম্প্যাক্টের তরফে এগজিকিউটিভ ডিরেক্টর প্রিতি মুঞ্জাল বলেন, মুর্শিদাবাদ জেলায় বাচ্চাদের নিয়ে সুন্দরভাবে অনুষ্ঠানটি হয়েছে। এতে ওরা অনেক কিছু শিখল ও জানল। আমরা সকলেই ওদের সঙ্গে দিনটা কাটাতে পেরে খুবই আনন্দিত। ওরা সকলেই বিভিন্ন বিষয়ে খুব পারদর্শী। আগামী দিনে এগিয়ে যেতে এই ধরনের উদ্যোগ খুবই কার্যকরী হবে।