• এক রাতে পরপর ২টি সোনার দোকানে চুরি
    বর্তমান | ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, রামপুরহাট: ফের চুরি মুরারইয়ে। এবার ঘটনাস্থল ঝাড়খণ্ড সীমানা লাগোয়া মুরারইয়ের বাঁশলৈ বাজার। সেখানে একই রাতে দু’টি সোনার দোকানের শাটার ও ভল্ট কেটে কয়েক লক্ষ টাকার সোনা ও রূপোর গয়না ও নগদ হাতিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। জনবহুল বাজার এলাকায় দুজন সিভিক ভলান্টিয়ার নিরাপত্তার দায়িত্বে থাকা সত্ত্বেও প্রায় সাড়ে তিনঘণ্টা ধরে চলে চুরি। মাস খানেকের ব্যবধানে মুরারইয়ে একের পর এক চুরির ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ। চুরির নেপথ্যে কি ঝাড়খণ্ড গ্যাং, উঠেছে প্রশ্ন। পুলিস জানিয়েছে, একটি দোকানের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দুষ্কৃতীদের ধরতে তদন্ত শুরু হয়েছে। 


    রাজগ্রাম ও ঝাড়খণ্ডের পাকুর রোডের উপর বাঁশলৈ বাজারে কয়েক হাত দূরত্বে দু’টি সোনার দোকান। সোমবার রাতে দু’টি দোকানে একই কায়দায় চুরি হয়। এদিন সকালে দোকান খুলতে এসে চুরির বিষয়টি নজরে আসে দোকান মালিক হরিরঞ্জন পাল ও পলাশ পাইনের। হরিরঞ্জনবাবু বলেন, এদিন সকালে এসে দেখি শাটারের তালা লাগানোর জায়গা কাটা। ভিতরে ঢুকে দেখি একইভাবে ভল্ট কাটা। সেখানে থাকা প্রায় পাঁচ লক্ষ টাকার সোনা, রূপোর গয়না ও নগদ ৬০ হাজার টাকা গায়েব। দোকানে থাকা সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে, রাত ১২টা ৪০ মিনিট নাগাদ সাদা পাঞ্জাবি, প্যাণ্ট ও কালো বুট, হাতে গ্লাভ্স পড়া জনা সাতেক যুবক ঢোকে। বয়স ২৫ থেকে ৩০ এর মধ্যে। ঢুকেই তারা সিসি ক্যামেরা ঘুরিয়ে দেয়। একজন বাদে সকলের মুখে কালো মাফলার জড়ানো ছিল। ভোর ৩টে ১০ মিনিট পর্যন্ত তারা লুটপাট চালিয়ে বেরিয়ে যায়। তবে সিসি ক্যামেরার হার্ড ডিস্ক নিয়ে যায়নি। 


    অন্যদিকে পলাশ বলেন, একই কায়দায় আমার দোকানেও চুরি গিয়েছে। ভল্টে থাকা এক কেজি রূপো, বেশ কিছু সোনার গয়না মিলিয়ে প্রায় চার-পাঁচ লক্ষ টাকা নিয়ে পালিয়েছে। তিনি বলেন, রাতে বাজারের নিরাপত্তায় দুজন সিভিক ভলান্টিয়ার থাকে। তারপরও এভাবে চুরি ভাবা যাচ্ছে না। তাঁর মতে, দুষ্কৃতীরা ঝাড়খণ্ডের হলেও স্থানীয় যোগ নিশ্চয়ই আছে। 


    স্থানীয়দের অনুমান, বাঁশলৈ থেকে আট কিমির মধ্যে ঝাড়খণ্ড। ওই রাজ্যের দুষ্কৃতীরাই বাংলায় ঢুকে অপরাধমূলক কাজকর্ম করে নিজের এলাকায় ফিরে যাচ্ছে। সিসি ক্যামেরার হার্ড ডিস্ক না নিয়ে যাওয়া দুষ্কৃতীদের বেপরোয়া মনোভাবেরই বহিঃপ্রকাশ।


    উল্লেখ্য, গত ২০ জানুয়ারি মুরারইয়ের রাজগ্রামে একটি লটারি এজেন্সির দোকানে কর্মীদের মাথায় পিস্তল ঠেকিয়ে ৫০ হাজারেরও বেশি টাকা ও ছ’টি মোবাইল নিয়ে চম্পট দেয় দু’টি বাইকে চেপে আসা চার দুষ্কৃতী। তার ঠিক ছ’ দিন আগে মুরারইয়ে গুসকিরা গ্রামে জনবহুল এলাকায় থাকা অনলাইন ডেলিভারি সংস্থার অফিসে দুঃসাহসিক চুরি হয়। ভেন্টিলেটর ভেঙে ভিতরে ঢুকে মোবাইল সহ দামি সামগ্রী চুরি করে দুষ্কৃতীরা। স্বভাবতই একের পর চুরি, ডাকাতির ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ী মহল। তাঁরা বাজার এলাকাগুলিতে কড়া পুলিসি টহলের দাবি করেছেন।
  • Link to this news (বর্তমান)