• মূর্তি বসানোর আগে বিদ্যাসাগরের গ্রামে ঘুরল প্রাথমিকের ছাত্রছাত্রীরা
    বর্তমান | ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, ঘাটাল: বিদ্যালয়ে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি স্থাপনের আগে মনীষীর জীবন ও আদর্শ সম্পর্কে সরাসরি জানার সুযোগ করে দিল সংগ্রামচক প্রাথমিক বিদ্যালয়। মঙ্গলবার পড়ুয়াদের শিক্ষামূলক ভ্রমণে বীরসিংহে নিয়ে যান শিক্ষকরা। পিংলা থানার প্রত্যন্ত এলাকার এই বিদ্যালয়ের এমন অভিনব পদক্ষেপে অভিভূত অভিভাবক ও পড়ুয়ারা। 


    বিদ্যালয়ের টিআইসি রঞ্জন পাত্র বলেন, আমাদের বিদ্যালয়ে মনীষীদের কোনও মূর্তি নেই। মার্চ মাসে বিদ্যাসাগরের মূর্তি প্রতিষ্ঠা করা হবে। তাই তার আগে মনীষীর জন্মস্থানে গিয়ে তাঁর জীবন ও অবদান সম্পর্কে জানার ইচ্ছা প্রকাশ করেছিল পড়ুয়ারা। সেই জন্য মঙ্গলবার তাদের শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যাওয়া হয়।


    ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত ওই বিদ্যালয়ে শিক্ষামূলক ভ্রমণের চল ছিল না। বিদ্যালয়ের সহকারী শিক্ষক চন্দনকুমার চট্টোপাধ্যায় বলেন, আমরা ২০২৩ সাল থেকে ছাত্রীদের নিয়ে প্রথম শিক্ষামূলক ভ্রমণ শুরু করি। সেবার ঝাড়গ্রামের জুওলজিক্যাল পার্ক, চিল্কিগড় ঘুরিয়ে নিয়ে এসেছিলাম। এদিন বীরসিংহ, পরিমল কানন এবং বিকেলে ‘বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন’ গনগনি দেখানোর ব্যবস্থা করি। পড়ুয়াদের সঙ্গে অভিভাবকরাও ছিলেন। স্কুলের শিক্ষকরা নিজেরাই সমস্ত খরচ বহন করেছেন। 


    স্কুলের অন্য দুই শিক্ষক রাজকুমার মাইতি এবং সুশান্ত মাইতি বলেন, পড়ুয়ারা পাঠ্য বইয়ে বিদ্যাসাগর ও বীরসিংহের নাম পড়েছে। সেই জায়গা তারা নিজের চোখে দেখে উচ্ছ্বসিত।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)