• দক্ষিণ দিনাজপুরে নির্মাণ সামগ্রীর দাম বাড়ছে? খোঁজ নিলেন জেলাশাসক
    বর্তমান | ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, বালুরঘাট: বাংলার বাড়ি প্রকল্পে নির্মাণ সামগ্রীর দাম সঠিক নেওয়া হচ্ছে কি না খতিয়ে দেখতে উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণা। মঙ্গলবার দুপুরে তিনি হিলি গ্রাম পঞ্চায়েতের ধরন্দা, আপতৈর, বুড়া হিলির একাধিক উপভোক্তার বাড়ি যান। তাঁরা কীভাবে বাড়ি করছেন তা দেখেন। উপভোক্তাদের জেলাশাসক প্রশ্ন করেন, ইট, বালি, সিমেন্ট বাজারে সঠিক দামে পাওয়া যাচ্ছে কি না? দাম কত নেওয়া হয়েছে। তখন উপভোক্তারা জানান, বাজারে ইট, বালি ও সিমেন্ট পর্যাপ্ত পাওয়া যাচ্ছে। দামও বেশি নেওয়া হচ্ছে না। কিছুদিন আগে অভিযোগ উঠেছিল চাহিদা বাড়তে থাকায় ব্যবসায়ীরা নির্মাণ সামগ্রীর দাম বেশি নিচ্ছেন। সেই খবর ছড়িয়ে পড়তেই ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করে জেলাশাসক হুঁশিয়ারি দেন দাম বেশি নেওয়ার অভিযোগ পেলে কড়া পদক্ষেপ নেওয়া হবে।  সেই অভিযোগ ওঠার পরে জেলাশাসক ব্যবসায়ী সংগঠন, ইট ব্যবসায়ী সংগঠন সহ বালি ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করেন। তারপর থেকেই ব্যবসায়ীরা সঠিক দাম নেওয়া শুরু করেন। এখন ব্যবসায়ীরা দাম সঠিক নিচ্ছে কি না তদন্ত করতেই  ময়দানে নেমেছেন জেলাশাসক।  বিজিন কৃষ্ণা বলেন, হিলিতে বাংলার বাড়ি প্রকল্পের কাজ খতিয়ে দেখতে গিয়েছিলাম। উপভোক্তাদের সঙ্গে কথা বলেছি। নির্মাণ সামগ্রীর দাম সঠিক নেওয়া হচ্ছে কি না শুনেছি। বাকি ব্লকগুলিতে পরিদর্শন করে উপভোক্তাদের কাছে অভিযোগ শুনব। উপভোক্তারা কীভাবে বাড়ি তৈরি করছেন এদিন জেলাশাসক তা খতিয়ে দেখেন। উপভোক্তার সঙ্গে কথা বলে জেনে নিয়েছেন বাড়ির অর্ধেক কাজ কতদিনে শেষ হবে। এসব দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার ব্যবস্থার অঙ্গ বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।  এক উপভোক্তার নির্মীয়মান বাড়ি পরিদর্শনে জেলাশাসক বিজিন কৃষ্ণা।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)