• সদ্য নির্মিত রাস্তা খুঁড়ে পাইপ লাইনের কাজ, ক্ষোভ
    বর্তমান | ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, বাগডোগরা: পাইপ লাইনের কাজের জন্য ভাঙা হচ্ছে সদ্য তৈরি করা গ্রামীণ রাস্তা। লোয়ার বাগডোগরা ও গোঁসাইপুর গ্রাম পঞ্চায়েতের বেশকিছু গ্রামীণ রাস্তা বেহাল অবস্থায় ছিল। বহু বছর পর সেই সব রাস্তা তৈরি করা হয়েছে। তবে রাস্তা তৈরির কয়েক মাসের মধ্যেই পাইপ লাইনের কাজ শুরু করা হয়। এরজন্য সেই নতুন রাস্তা খুঁড়ে ফেলা হচ্ছে। ঝাঁ চকচকে রাস্তাগুলি বর্তমানে ধুলোময় হয়ে রয়েছে। যদিও রাস্তাগুলি আবার আগের হালে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। তবে রাস্তা কবে আবার আগের হালে ফিরবে, তা নিয়ে সন্দিহান বাসিন্দারা। 


    লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের এয়ারপোর্ট মোড়, লোকনাথনগর, বুড়িবালাসন, অশোকনগর ও ভুজিয়াপানি সহ বেশকিছু এলাকায় জল ও গ্যাসের জন্য পাইপ লাইনের কাজ হচ্ছে। যারজন্য রাস্তা খুঁড়ে পাইপ বসানোর কাজ চলছে। একইভাবে গোঁসাইপুর গ্রাম পঞ্চায়েতেরও পুঁটিমারি, ভুজিয়াপানি, গোঁসাইপুর সহ বিভিন্ন এলাকায় এই কাজ চলছে। যার মধ্যে ভুজিয়াপানি, পুঁটিমারি সহ বেশকিছু রাস্তা সদ্য তৈরি করা হয়েছিল। গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় পানীয় জল সরবরাহ করতে এই পাইপ লাইনের কাজ প্রয়োজনীয়। বাগডোগরার বাসিন্দা পঙ্কজ অধিকারী বলেন, পানীয় জলের জোগান দিতে এই কাজ প্রয়োজন। তবে দীর্ঘদিন ধরে বেহাল ছিল এই গ্রামীণ রাস্তাগুলি। সদ্য তৈরি করা হয়েছে। 


    লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ ঘোষ ও গোঁসাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রিতা সিংহ বলেন, যে সমস্ত রাস্তায় কাজ চলছে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলি মেরামত করে দেওয়ার জন্য বলা হয়েছে। কাজ শেষে তারা রাস্তাগুলি আগের হালে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন। 


    এদিকে, কিছু সমস্যার কারণে কয়েক মাস ধরে এজেন্সির টাকা আটকে থাকায় কাজ ঢিমেতালে চলছে বলে জানিয়েছেন পিএইচই’র শিলিগুড়ির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাইবল বর্ধন। তিনি বলেন, বকেয়া টাকার জন্য কাজ করতে চাইছে না এজেন্সি। তবে আগামী এপ্রিল মাসের পর থেকে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। পাইপ লাইনের কাজ সম্পন্ন হলে ধীরে ধীরে রাস্তাগুলিও মেরামত করা হবে। 


    গ্যাস পাইপ লাইনের সংশ্লিষ্ট কোম্পানির সাইট ইনচার্জ মনকেস্বর সিং বলেন, লোয়ার বাগডোগরার মমতানগর লোকনাথ নগরে কাজ হয়েছে। সে রাস্তাগুলি আগে থেকেই প্রায় বেহাল ছিল। আমরা যে সমস্ত রাস্তায় কাজ করছি, এয়ার টেস্টিংয়ের পর মেরামত করে দেওয়া হবে।
  • Link to this news (বর্তমান)